এবার ট্রেন্ডিং ‘কালা চশমা’র (Kala Chashma) তালে তাল তুললেন ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul) এবং তাঁর বোন নিমা পল (Neema Paul)। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখন কি ভাইরালের তকমা পেয়ে যাবে তা বোঝা দায়! শুধু নতুন গানই যে প্রতিনিয়ত ট্রেন্ডিং তালিকায় যাবে তা কিন্তু মোটেও নয়। আশি-নব্বইয়ের দশকের একাধিক গানও এখন সোশ্যাল মিডিয়া বিস্তার করে আছে। কখনও সেগুলিকে নতুন করে রিক্রিয়েট করা হচ্ছে। আবার কখনও নতুন এবং পুরনো গানের মিশেলে তৈরি হয়ে যাচ্ছে আরেকটি অসাধারণ ট্রেন্ডিং গান। তাইতো ইনস্টাগ্রাম ঘুরলেই দেখা যায়, ভারতবর্ষের যে কোনও ভাষার ট্রেন্ডিং গানগুলি সহজেই মন জয় করে নিচ্ছে বিদেশীদেরও। তাঁরা এখন নিজেদের ভাষার গানের থেকে বেশি মজা পাচ্ছে আমাদের দেশের গানগুলিতে পারফরম্যান্স দিয়ে। যার ফলে ভারতীয় গানগুলি সহজেই আন্তর্জাতিক তকমা পেয়ে যাচ্ছে। তেমনই একজন ইন্টারনেট সেনসেশন হলেন কিলি পল। তানজানিয়ার এই যুবকের উৎপত্তি ২০২১ সালের শেষের দিকে।‘শেরশাহ’ (Shershaah) ছবির ‘রাঁতা লম্বিয়ান’ (Raataan Lambiyan) গানে চমৎকার লিপ মিলিয়ে রিল বানিয়েছিলেন। আর তাতেই রাতারাতি তিনি ভাইরাল হয়ে যান। এত সুন্দর হিন্দি লিপ সিঙ্ক করতে হয়তো আমাদের দেশের অনেকেই পারবে না। এমনকি তাঁকে আন্তর্জাতিক ভারতীয় ফেডারেশনের পক্ষ থেকে তাঁকে পুরস্কৃতও করা হয়েছিল। ভারতের ঐতিহ্যকে আন্তর্জাতিকমানে তুলে ধরার তাঁর জুড়ি মেলা ভার।সম্প্রতি, কিলি এবং নিমা দুজনেই, আরেকটি ট্রেন্ডিং ভারতীয় গান কালা চশমার তালে নাচলেন। নিজেদের জাতীয় পোশাকে মুড়ে খোলা জায়গাতেই এই ইনস্টাগ্রাম ট্রেন্ডিং-এর তালে অসাধারণ পারফরম্যান্স দিলেন তাঁরা। তবে কিলি নিজেও একজন দারুণ ডান্সার। বোনকে নিয়ে এবার কালা চশমার যাদু দেখালেন তিনি। যা এখনও পর্যন্ত ব্যপক মানুষের প্রশংসা অর্জন করেছে এবং ছাড়িয়েছে কয়েক লক্ষ পছন্দের সংখ্যা।
Check Also
Viral video : মদের নেশায় বুঁদ এক ব্যক্তি, তেড়ে গেলেন একজোড়া কুমিরের দিকে, তারপর যা হল
বর্তমান যুগে আট থেকে আশি মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ধীরে …