Breaking News

২৫০০ বছর পুরনো মমি, সন্ধান মিলল পারিবারিক সমাধিক্ষেত্র থেকে…

মিশরের রাজধানী কায়রো থেকে ১৬৫ মাইল দূরে আল-গোরিফা নামে একটি পাণ্ডববর্জিত জায়গায় খনন কাজ চালাচ্ছিলেন একদল গবেষক। তাঁদেরই প্রথম নজরে পড়ে।

মাটির নিচে চাপা দেওয়া আছে প্রায় ২৫০০ বছর পুরনো একটি পারিবারিক সমাধিক্ষেত্র। যাকে কেন্দ্র করে সেই পরিবারের সমাধিক্ষেত্র, তিনি ছিলেন তখনকার দিনের একজন উচ্চশ্রেণির পুরোহিত। তাঁর দেহ মমি করে রাখা ছিল একটি সারকোফেগাসের মধ্যে।

সারকোফ্যাগাস হল পাথরের তৈরি একটি কফিন। যেটিতে সেই সময় মমিকৃত দেহটি সযত্নে রাখা হয়েছিল। ওই মমির সারা শরীরে প্রচুর সোনার গয়না পাওয়া গেছে। হস্তনির্মিত আইটেম.

ওই মমির সঙ্গে আরও ২টি মমি উদ্ধার করা হয়েছে। একটি মমি এত ভাল পোশাক পরে না. গবেষকরা বিশ্বাস করেন তিনি ছিলেন মিশরীয় দেবতা থোথের গায়ক। তাই তার শরীর পুরোহিতের মতো সুসজ্জিত ছিল না।

উদ্ধার করা হয়েছে আরও একটি মোমের মাথা। বেশ রহস্যময়। কিন্তু তিনি সেই সময়ে মিশরে প্রথম শ্রেণীর পুরোহিতও ছিলেন। এছাড়া ওই সময়ের একটি বোর্ড গেম, একটি কুকুরের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

অভিযানটি গবেষকরা সরাসরি সম্প্রচারও করেছিলেন। ডিসকভারি চ্যানেলে দেখানো হয়েছে। একটি 2,500 বছরের পুরানো মমি খুঁজে পাওয়া অবশ্যই একটি বড় সন্ধান। অনুসন্ধানের লাইভ সম্প্রচার লক্ষাধিক মানুষ দেখেছেন।

এমন আরও হয়ত কত কত মমি মাটির তলায় এখনও পড়ে আছে মিশর জুড়ে। যার খোঁজও একদিন না একদিন হয়তো মিলবে।

About Shariful Islam

Check Also

মহার্ঘ ভাতা কি পাবেন রাজ্যের কর্মচারীরা? কি জানাচ্ছে কলকাতা হাইকোর্ট

শুক্রবারও রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর আগে কেন্দ্রীয় সরকারি হারে প্রিয় ভাতা পাবেন কি না তা …