নিম ফুলের মধু ধারাবাহিকে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা, দুটো ডিমের জন্য কাকা ভাইপোকে মাটিতে ফেলে মারলো।

সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের চ্যানেলগুলোতে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক যুক্ত হয়েছে। তার মধ্যে অন্যতম ধারাবাহিক হচ্ছে নিম ফুলের মধু, এটি প্রচারিত হচ্ছে জি বাংলায়।
নিম ফুলের মধু ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে পল্লবী শর্মা ও রুবেল দাসকে। নিম ফুলের মধু ধারাবাহিকটি অন্যরকম একটি গল্প নিয়ে হাজির হয়েছে।

ধারাবাহিকে দেখানো হয়েছে যে সৃজন ও পল্লবি বিয়ে তাদের দুই পরিবার থেকেই দেয়া হয়েছে। দুজন সম্পূর্ণ দুই ধরনের পরিবারে বড় হয়েছে, তারপরে ও পল্লবি চেষ্টা করেছে সৃজনের পরিবারকে আপন করে সৃজনের পরিবারের সাথে সবকিছু মানিয়ে নিতে। সেখানেই ঘটে যতসব বিপত্তি। এমন কিছু অভিজ্ঞতার শিকার হয় পল্লবি যে বিষয়গুলোর সাথে সে কখনো পরিচিত ছিল না।

নিম ফুলের মধু ধারাবাহিকে একটি দৃশ্য দেখানো হয়েছে যা দেখে দর্শকদের মধ্যে হইচই সৃষ্টি হয়েছে, এই দৃশ্য দেখার পর অনেকেই অনেক নেতিবাচক মন্তব্য করেছেন। কেউ কেউ আবার এমন মন্তব্য করেছেন যে, এরকম কোনো ভদ্র পরিবারের ঘটতে পারে না, দৃশ্য এ কী ছিল সেটাই আমরা আপনাদের জানাব,

যারা নিম ফুলের মধু ধারাবাহিকটি প্রতিনিয়ত দেখেন তারা সবাই জানেন সৃজনের ডিমের অমলেট খেতে মন চেয়েছিল। তখন সে তার সদ্য বিবাহিত স্ত্রী পল্লবির কাছে ডিমের ওমলেট চায়। স্বামীর ইচ্ছা পূরণ করতে দুটি ডিম অমলেট করে খেতে দেন সৃজন কে, তারপরে শুরু হয় গন্ডগোল, সৃজনের মা রান্নাঘরে গিয়ে দেখেন ডিমের ঝুড়ি তে দুইটি ডিম কম রয়েছে । ডিম কম কেন সেই প্রসঙ্গ নিয়ে তুমুল ঝগড়া শুরু হয় সৃজনের দাদা ও সুজনের টাকার মধ্যে।

সৃজনের দাদা এটা ভেবে চক্র শুরু করছে যে সৃজনের কাকা দিনগুলো চুরি করে খেয়ে ফেলছে। তারপরেই শুরু হয় তাদের দুজনের মধ্যে তুমুল মারামারি দ সৃজন এর কাকা সৃজনের দাদাকে মাটিতে ফেলে মারা শুরু করে। এই দৃশ্য দেখার পর দর্শকরা রীতিমতো নেতিবাচক মন্তব্য করতে শুরু করেছে এই ধারাবাহিকটির সম্পর্কে। কাকা ভাইপোর মারামারি দেখে ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা পর্ণা সবচেয়ে বেশি অবাক হয়েছেন, কারণ তিনি এই দৃশ্যের সাথে কখনোই পরিচিত ছিলেন না তিনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবারের দৃশ্য কখনোই ঘটেনি। পর্ণা লক্ষ্য করে দেখলাম যে দুইজনের পরিবার কাকা ভাইপোর মারামারি কে থামানোর চেষ্টা না করে উল্টো তারা অধীর আগ্রহে সঙ্গে মারামারি দেখতে থাকলেন, এ যেন মারামারি না কোন খেলার ম্যাচ উপভোগ করছেন তারা

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …