বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি হলেন রাজা-মধুবনী যার ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনরা খুব আগ্রহী। বর্তমানে, এই দম্পতি তাদের ছেলে কেশবের সাথে সুখে বসবাস করছেন। কিন্তু সম্প্রতি আবারও এই জুটির খুশির খবর শোনা গেল নেটদুনিয়ায়। কি সেই খুশির খবর? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
দুই বছর পর দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন মধুবনী গোস্বামী। হ্যাঁ, নেট দুনিয়ায় এমনই হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মধুবনী। যেখানে তার বেবি বাম্পের ছবি স্পষ্ট। আর তা দেখে নেটে শোনা গিয়েছে মধুবনীর কোলে আবার আসছে দ্বিতীয় সন্তান। কিন্তু সত্যিই কি তাই?
সম্প্রতি নেটদুনিয়ায় পোস্ট করা ছবিতে নীল গাউনে অভিনেত্রী মধুবনীকে দেখা যাচ্ছে। আর সেই ছবিতে তিনি পেটে হাত রেখে হাস্যোজ্জ্বল পোজ দিয়েছেন। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ধন্য’। আর দ্বিতীয় সন্তানের সুখের খবর দেখে প্রাণ হারালেন নেটিজেনরা। কিন্তু পরে জানা গেল রাজা-মধুবনির দ্বিতীয় সন্তান আসছে না। কেশবের জন্মের আগে তোলা মধুবনির এই ছবি। আর তাতেই তিনি আপাতত পোস্ট করছেন, নেটিজেনরা ভুল বুঝেছেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে এই জুটি গাঁটছড়া বাঁধেন। স্টার জলসার ধারাবাহিক ‘ভালোবাসা.কম’-এ নায়ক-নায়িকার ভূমিকায় দেখা গেছে এই জুটিকে। আর তখন থেকেই তাদের মধ্যে প্রেম শুরু হয়।
যা তারা ২০১৬ সালে শেষ করেছিল। তারপর ২০২১ সালে কেশব তাদের কোলে এসেছিলেন। সম্প্রতি, মধুবনী তার সাথে বসবাস করছেন। এছাড়াও তাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে দম্পতি তাদের ব্যক্তিগত জীবনের ভিডিও সবার সাথে শেয়ার করেন।
আপাতত, তিনি তার ছেলেকে বড় করার দিকে মনোনিবেশ করতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে মধুবনী ডিজিটালকে অতীতে বলেছিলেন, “মা হওয়ার অভিজ্ঞতা সত্যিই খুব আনন্দের। যারা এখনও মা হননি, কিন্তু যারা এখনও এই বিষয়টি বুঝতে পারেননি। একজনকে বড় করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। শিশুকে নিজের মতো করে ধরে রাখা।”
তবে এর আগেও বেশ কয়েকবার মধুবনী গোস্বামীর গর্ভধারণের ভুয়ো খবর এসেছে। মধুবনিও গত বছর তার পুরনো ছবি আপলোড করেছিল। অনেকে ভেবেছিলেন তিনি গর্ভবতী। হঠাৎ ভাইরাল হয়ে বিপদে পড়লেন মধুবনীর স্বামী ও অভিনেতা রাজা গোস্বামী। শুটিং সেটে সবাই তাকে অভিনন্দন জানাতে থাকে। প্রথমে ব্যাপারটা বুঝতে না পেরে রাজা অবাক হলেন।