২২ ফেব্রুয়ারি ছিল অপরাজিতা আধ্যার জন্মদিন। অন্যবারের মতো এবারের আয়োজন হয়নি। কারণ মায়ের অসুস্থতা। অভিনেত্রীর জন্মদিনের পাঁচ দিন পর মাকে হারান তিনি। সে ভেবেছিল তার মা সুস্থ হয়ে উঠবে। কিন্তু সেটা আর হল না। অপরাজিতা মাতৃহীন। শুটিংয়ের জন্য বাইরে যাচ্ছিলেন তিনি। এ সময় তার আত্মীয়ের ফোন পেয়ে সে দৌড়ে তার মায়ের কাছে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রীর মা।
তিনি তার মায়ের মৃত্যুর খবর জানান। অভিনেত্রী লিখেছেন, “আজ সকাল 9.30টায় মা মারা গেছেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল… তার আত্মা শান্তিতে থাকুক।” দেখভালের দায়িত্ব ছিল মেয়েটির ওপর।
এই অভিনেত্রীর জন্ম হাওড়ায়। কন্যা যশ নামে, কলকাতায় খ্যাতি পেয়েছিলেন কিন্তু অভিনেত্রীর মা ছিলেন প্রবল ইচ্ছাশক্তি, সারা জীবন কাটিয়েছেন হাওড়ার বাড়িতে। সোমবার সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রীর মা। এ মুহূর্তে পরিবারে শোকের মাতম। বেশ কয়েক বছর আগে, ‘অপুর সংসার’ শোতে নিজের এবং তার মায়ের সংগ্রামের কথা বলেছিলেন এই অভিনেত্রী। খুব অল্প বয়সেই বাবাকে হারান তিনি। মা ছিল সব। অপরাজিতা জানান, তিনি একা হাতে সংসার ও সন্তান সামলাতেন।