Breaking News

কলকাতায় কনসার্টের পর সোশ্যাল মিডিয়ায় কলকাতার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ! কিন্তু কেন?

অরিজিৎ সিং, টলিউড থেকে বলিউড সব যায়গায় যাঁর গানের বলয় তৈরি হয়েছে। গোটা ভারত যাঁর গানের গলায় প্রেমে মুগ্ধ। যদিও তিনি শুধু একজন গায়ক নন। অত্যন্ত বড় মনের একজন মানুষও বটে।নিজের গানের গলা তো অবশ্য কিন্তু তাঁর উদার মন মানসিকতার জন্যও বেশ জনপ্রিয়।

কিছু দিন আগেও আবারো একইভাবে দর্শকদের মুগ্ধ করলেন তিনি। এত বড় মাপের একজন গায়ক হওয়া সত্বেও ক্ষমা চাইলেন শ্রোতাদের কাছে। প্রমাণ করে দিলেন তাঁর উদারতা। এটাই হয়তো বড়মাপের শিল্পী হওয়ার লক্ষণ। যত জ্ঞানী ততই যেন বিনম্র।

প্রসঙ্গত গত শনিবার কলকাতার অ্যাকোয়াটিকায় আয়োজন হয়েছিল অরিজিতের একটি কনসার্ট। সেইদিন দেশের বহু বড় বড় গায়কদের গান নিজের কন্ঠে গেয়ে শুনিয়েছিলেন অরিজিৎ। সাথে ছিল রুপম ইসলামের সাথে ডুয়েট। এক কথায় এই জুটির প্রেমে পরে গিয়েছেন ভক্তরা। কিন্তু হঠাৎই সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইলেন শিল্পী। কিন্তু কেনো? আসলে ওই দিন ১ কিলোমিটার দূরে গাড়ি পার্কের জায়গা করা হয়েছিল।

তাই সেখান থেকে কনসার্টের জায়গায় পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছিল সকলকে। এছাড়াও আয়োজকের বেশ কিছু ত্রুটির কারণে সমস্যা হয়েছিল শ্রোতাদের। সেই কথা জানতে পেরেই সকলের কাছে ক্ষমা চেয়েছেন গায়ক।উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কলকাতা, আমি ক্ষমাপ্রার্থী যে আপনাকে প্রায় 1 কিলোমিটার দূরে আপনার গাড়ি পার্ক করে হেঁটে যেতে হয়েছিল।

কারণ ভিড় সামলাতে পারেনি টোটো রিক্সা। আমি দুঃখিত যে আপনাকে অস্বাস্থ্যকর পরিবেশে বসে মশা কামড়াতে হয়েছিল। আমি ক্ষমাপ্রার্থী, কারণ কিছু স্বেচ্ছাসেবক অনেকের সাথে দুর্ব্যবহার করেছে যেন তাদের সেই কর্তৃত্ব ছিল’।গায়ক আরো সংযোজন করেন, ‘আমি দুঃখিত যে অনেক মানুষ ঠিক সময়ে ভিতরে ঢুকতে পারেননি কারণ যারা হ্যান্ড ব্যান্ডের দায়িত্বে ছিলেন তাঁরা ঠিক করে সহায়তা করেননি। অনেকের কাছে হ্যান্ড ব্যান্ডের বিষয়টি নতুন ছিল।

ক্ষমা চাইছি যে আপনাদের নিজেদের সবটা সামলাতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আপনারা আমায় যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সেই জন্য আমি কৃতজ্ঞ। আমার হৃদয়জোরা ভালোবাসা!!! আমি চেষ্টা করব পরের বার এর থেকে ভালো অভিজ্ঞতা দেওয়ার। সবাই ভালো থেকো’।

গায়কের আচরণে মুগ্ধ হয়ে একজন নেটিজেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘আপনি যেটা করলেন স্যার, তার জন্য বুকের পাটা লাগে বস’। আবার আরেকজন প্রশ্ন করেছেন, ‘কোনও মানুষ এতখানি বিনয়ী কীভাবে হতে পারে’?

About Shariful Islam

Check Also

মুক্তির আগেই হাজার কোটি আয় ‘পুষ্পা’র সিক্যুয়েলের! কীভাবে?

‘পুষ্প: দ্য রাইজ’ 17 ডিসেম্বর, 2021-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মান্দানার …