ঐশ্বরিয়া রায় একজন অলিউড অভিনেত্রী, বিবাহের পর তিনি ঐষর্য রায় বচ্ছন হিসেবে পরিচিত। ১৯৯৪ সালে তিনি বিশ্ব সুন্দরী হিসেবে খেতাব অর্জন করেন এর আগে তিনি মডেলিং করতেন। মূলত বিশ্বসুন্দরী হিসেবে খ্যাতি পাওয়ার পরই তিনি বেশ জনপ্রীয়তা অর্জন করেন। হিন্দি, তামিল, ইংরেজী ও বাংলা সিনেমার মধ্য দিয়ে তিনি ৪০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেন। এরই মধ্য দিয়ে তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ও লাভ করেন। ১৯৯৭ সালে সর্বপ্রথম ইরুভার নামক তামিল সিনেমার মধ্য দিয়ে সিনেমা জগতে আত্ন প্রকাশ করেন।
এরপর সঞ্জয় লীলা বান্সালীর “হাম দিল দে চুকে সানাম” সালমানের বিপরীতে এই মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডের নজর কেড়েছিলেন। এই মুভিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি প্রথম বারের মতো সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ফি
লমফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন। এরপর আবারো সঞ্জলীলা বান্সালীর “দেবদাস” সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের মাধ্যমে দ্বিতীয় বারের মতো সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে ফিলমফেয়ার অ্যাওয়ার্ড জিতেন।
বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের একমাত্র কন্যার নাম আরাধ্যা। একমাত্র সন্তান এবং পরিবারকে নিয়ে সুখে দিন কাটছে সাবেক বিশ্ব সুন্দরীর কিন্তু অ্যাশ এবার গর্ভ ভাড়া দিতে যাচ্ছেন।
ঐশ্বরিয়ার পরনে সাদা রঙের লম্বা কুর্তি ও কালো লেগিন্স। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। হেঁটে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমন ঢিলেঢালা পোশাকের আড়ালে ৪৯ বছর বয়সে তিনি আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন?
এমন প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায়। বিমানবন্দরের ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঐশ্বরিয়ার মা হতে যাওয়ার গুঞ্জন। কারণ ভিডিও দেখে অনেকে মনে করছেন ঢিলেঢালা পোশাকের আড়ালে বেবি বাম্প লুকাচ্ছেন অভিষেক বচ্চনের ঘরণী।
নেটিজেনদের কেউ কেউ বলছেন, ‘ঐশ্বরিয়া অন্তঃসত্ত্বা।’ এ মন্তব্যে পাল্টা প্রশ্ন ছুড়ে একজন লিখেছেন, ‘৪৯ বছর বয়সে অন্তঃসত্ত্বা?’ অনেকের মত, ‘ঐশ্বরিয়ার চোখে মুখে স্পষ্ট মা হওয়ার জৌলুস।’ এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে শোভা পেলেও বচ্চন পরিবারের কেউ-ই বিষয়টি নিয়ে মুখ খুলেননি।
‘ঢাই আকসার প্রেম কা’ সিনেমায় প্রথম একসঙ্গে কাজ করেন ঐশ্বরিয়া-অভিষেক। এ সিনেমার শুটিং সেট থেকে তাদের বন্ধুত্বের সূচনা; যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়।
এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানান, ‘যোধা আকবর’ সিনেমার সেটে তাকে বিয়ের প্রস্তাব দেন অভিষেক। সাবেক মিস ওয়ার্ল্ড বলেন, ‘খজা মেরে খজা গানের শুটিং চলছিল। আমি বধূবেশে বসে ছিলাম। সেই সময় অভিষেক আমাকে বিয়ের প্রস্তাব দেয়। পুরো ব্যাপারটাই একটু অন্যরকম ছিল।’