Breaking News

Alta Foring: ‘আলতাফড়িং’ দেখে মুগ্ধ দর্শক! আরো একবার দর্শকদের প্রশংসার পাত্র ‘আলতাফড়িং’

বর্তমানে স্টার জলসায় একটি জনপ্রিয় ধারাবাহিক ‘আলতাফরিং’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী খেয়ালী মন্ডল এবং অভিনেতা অর্ণব মুখার্জিকে। কিন্তু কিছুদিন আগে অর্ণব মুখোপাধ্যায় নায়ক থেকে খলনায়কে পরিণত হন এবং অভিনেতা অভিষেক বোস নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। সোশ্যাল মিডিয়া ছিল উন্মাদনায়।

হঠাৎ করে নায়ক অভ্রকে নায়িকা ফারদিং-এর শত্রু বানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা হয়। তারপর পঙ্গপালের গর্ভাবস্থা দেখা যায়। অর্জুন তাকে বিয়ে করার পর এই খবর প্রকাশ্যে আসে এবং এই সন্তানের বাবা অভ্র। কিন্তু অর্জুন এই শিশুটিকে নিজের বলে মেনে নেন। অন্যদিকে অভ্র জেল থেকে পালিয়ে অর্জুন ও ফারদিংকে বারবার ক্ষতি করার চেষ্টা করে। যেখানে তিনি সফল হতে পারেননি।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে অভ্র ফারিংকে অপহরণ করেছে। তখন দেখা যায় অর্জুন থেকে শুরু করে বাড়ির সবাই ফড়িংকে খোঁজে কিন্তু খুঁজে পায় না। অবশেষে এক বছর পর রাস্তার পাশে ফড়িং ছেড়ে দিল কিছু মানুষ। এরপর সবাই ফড়িংটিকে বাড়িতে ফিরিয়ে আনে। কিন্তু ফড়িং তার সন্তানকে হারিয়ে পাগল অবস্থায় আছে।তিনি বলেন, তার সন্তানকে তার কাছ থেকে নিয়ে গেছে। অন্যদিকে, অভ্র একজন দরিদ্র মহিলাকে সন্তান দেয় যাতে সে ভাল মানুষ হতে না পারে।

তবে আজকের পর্বটি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হচ্ছে। একদিকে যেমন দর্শকরা ফারিং, অভিনেত্রী খেয়ালী মন্ডলের দুর্দান্ত অভিনয়ের প্রশংসা করছেন, অন্যদিকে দর্শকরাও গল্পের বাঁক এবং বাঁক দেখে মুগ্ধ। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে নানা মন্তব্য।

তাদের একজন লিখেছেন, “সন্তান হারানোর পর ফড়িং এর কান্না ছিল এক মর্মান্তিক দৃশ্য। জন্মের পর থেকে ফড়িং কখনো তার সন্তানের মুখও দেখেনি। আজকের পর্বে ফড়িংরূপী খেয়ালির অভিনয় নিয়ে কোনো কথা হবে না। আজকের পর্বটি সত্যিই। আমার চোখে জল এসে গেল।কিন্তু সবচেয়ে ভালো একটা ব্যাপার হলো এই কঠিন সময়েও ফড়িংয়ের দুই ভাই অমৃতা আর মন্দিরা তাকে ছোট বোনের মতো আগলে রেখেছে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …