‘বালিঝড়’ আসায় ‘নবাব নন্দিনী’র ওপর কোপ! কয়েক মাসেই যাত্রা শেষ হতে চলেছে ‘নবাব নন্দিনী’র! কাঁদছে ভক্তরা

স্টার জলসায় এখন একের পর এক বেশ কিছু নতুন সিরিয়াল আসছে। আর যার একটি হল ‘স্যান্ডস্টর্ম’। লীনা গাঙ্গুলী রচিত এই সিরিয়ালের প্রোমোটি দীর্ঘদিন ধরে প্রকাশিত হলেও এর টাইম স্লট ঘোষণা করা হয়নি। তবে এবারের স্লট ঘোষণা করা হয়েছে। সবাই জানে নতুন সিরিজ শুরু হওয়া মানেই পুরনো সিরিজের একটা প্রভাব পড়তে চলেছে।

হয় যেকোন একটি সিরিজ শেষ হবে না হয় সিরিজের একটির স্লট বদলে যাবে। তবে কোন সিরিজটি এখন শেষ হতে চলেছে তা কেউ বলতে পারছেন না। কারণ টিআরপি সিরিয়ালের ভবিষ্যত সম্পর্কে চূড়ান্ত বলেছে। তাই সবাই এখন বুঝতে পেরেছেন যে যে সিরিজটি টিআরপি তালিকায় ভাল পারফর্ম করছে না তাও দীর্ঘ সময়ের জন্য নয়। এভাবে গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি সিরিয়াল বন্ধ হয়ে গেছে, এবার সেই তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম।

এটি সম্প্রতি ঘোষণা করা হয়েছিল যে সন্ধ্যা 6 টার স্লটে বালির ঝড় আসছে। যেখানে এখন দেখা যাবে ‘নবাব নন্দিনী’ ধারাবাহিক। প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে এই সিরিজ শুরু হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল এবং অভিনেতা রেজওয়ান রব্বানী শেখ। এবং শুরুতে জনপ্রিয়তা পেলেও সময়ের সাথে সাথে এই সিরিজের টিআরপি তালিকা খারাপ হতে থাকে। ফলে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই শঙ্কিত ভক্তরা।

এবার সেই ভাবনা আরও বেশি করে বালিঝাড়ের স্লট ঘোষণা করেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে ‘নবাব নন্দিনী’ এখনো সময় ঘোষণা করেনি। তাই অনেকেই মনে করছেন এই সিরিজ হয়তো শেষ হয়ে যাচ্ছে। কারণ কয়েকদিন আগে স্টার জলসার আরেকটি ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো না করার জন্য শেষ হয়েছে। একে বলে ‘সাহেবের চিঠি’। এবং এর সময়কাল বেশি ছিল না।

অন্যদিকে এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ দেখা যাবে প্রতিদ্বন্দ্বী চ্যানেলে ৬টার স্লটে। আর রাত ৮টা থেকে যখন মিঠাইকে সন্ধ্যা ৬টায় আনা হয় তখন থেকে মিঠাই কখনই ‘নবাব নন্দিনী’র কাছে হারাননি। ফলে নবাব নন্দিনীর টিআরপি পয়েন্ট দিন দিন খারাপ হয়েছে। তাই অনেকেই মনে করছেন এই সিরিজ শেষ হয়ে যেতে পারে। কিন্তু চ্যানেল থেকে এখনো কোনো ঘোষণা আসেনি, তাই জানতে চোখ রাখতে হবে আগামী দিনে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …