অনুরাগের ছোঁয়া সিরিয়াল টিআরপি তালিকায় সবাইকে মারছে না। কিন্তু এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। আমরা জেট যুগে বাস করলেও মানসিকতার দিক থেকে আমরা এখনো বেশ পিছিয়ে আছি।
পশ্চাৎপদতার কারণে সৌন্দর্যের সংজ্ঞা এখনো পুরনো কায়দায়ই রয়েছে। মেয়েরা বিশেষ করে বাঙালী সুন্দরী মেয়ে মানে চর্বিহীন শরীর। মুখের গঠন হবে প্রতিমার মতো। আর বাঙালির স্টাইল একটা স্নিগ্ধতা। কিন্তু সেই স্নিগ্ধতা শুধু ফর্সা রঙেই পাওয়া যায়।
কালো রং ব্রাত্য সমাজের মত। খুব সাধারণ সাদামাটা পোশাক পরলেও সে চোখে পড়ে না। আর যাই হোক তিনি ‘নায়িকা’ উপাদান নন। ঠিক এই কারণেই অনুরাগের স্পর্শে দীপা প্রথমে কোনো আদর পেতে পারেনি। কিন্তু এ কারণেই স্নেহের ছোঁয়া আলাদা।
গল্পের প্লট এমনভাবে এগিয়ে যায় যে দীপা প্রেমে আবদ্ধ হয়। এবং শুধুমাত্র দীপা কেন, তার দুটি যমজ সোনা এবং রৌপ্য। এখানেও নির্মাতারা সমাজকে থাম্বস আপ দিয়েছেন। সোনা হল প্রদীপের মত।
কিন্তু বাস্তব জীবনে দীপাও কি এমন? অবশ্যই না. অভিনয়ের জন্য তাকে এমন পোশাক পরতে হয়। দীপার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। তার সোশ্যাল মিডিয়ার দিকে তাকালেই বোঝা যায়।
সম্প্রতি তার একটি রিল ভাইরাল হয়েছে। সেখানে তাকে আধুনিক পোশাকে দেখা যায়। আর দীপাপ্রেমীরা তার আবেদন ও সৌন্দর্যে পুরোপুরি বিস্মিত। তারা কমেন্ট বক্সে ভরে দিয়েছেন, ‘কে দেখছেন?’, ‘নাটোরের বনলতা সেন’। পরনে নীল রঙের শাড়িও।
শাড়ির সঙ্গে ছিল মানানসই নীল ব্লাউজ। আর অক্সিডাইজের গহনা এবং নগ্ন মেক-আপ ঠিক তেমনই উপযুক্ত। স্নেহের স্পর্শে দীপাকে খুব সাধারণ কিন্তু মায়াবী লাগছিল।