জি বাংলার বিখ্যাত বাংলার স্ট্যান্ড আপ কমেডি শো মীরাক্কেলে যেন গ্রহণ লেগেছে। প্রথমত বিচারকের আসন থেকে বাদ পড়ে গেলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আর এর মাঝেই নানা রকম বক্তব্য নিয়ে খবরের শিরোনামে থাকেন শ্রীলেখা মিত্র। আর খবরের শিরোনামে ভালো কিছুর থেকেও বেশি ভুলভাল বক্তব্য ও বিতর্কের কারণে হেড লাইনে থাকেন। এবার খবরের শিরোনামে উঠলেন রজতাভ দত্ত।
মানসিক ভারসাম্য হারিয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। এ নিয়ে টলি পাড়ায় অনেক গুঞ্জন থাকলেও কেউ কিছু বলছে না। আসলে এই গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। আমাদের তিলোত্তমা খ্যাত অভিনেতা রজতাভ দত্ত গ্রামে থাকতে শুরু করেছেন, তারপরই তোলপাড়।
সেখানে তাকে মা কালীর এক ভক্তের পোশাকে দেখা যায়। আর পুজোর পর তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। একসময় কলকাতায় কমিউনিস্ট নাটক দেখতেন রজতাভ দত্ত এখন সাধু হয়েছেন কিনা, এটা খুবই অদ্ভুত খবর। তবে বেশি চিন্তা করবেন না। মানসিক ভারসাম্য হারিয়ে গেছে, কিন্তু রজতাভ দত্তের নয়। বরং তার পরবর্তী ছবিতে তিনি যে চরিত্রে অভিনয় করছেন, তাতে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।
ছবির নাম ‘জাগরণ’। পরিচালক জয়দীপ রাউত লেখক চাঁদ মুখোপাধ্যায়ের লেখা এক পৃষ্ঠার গল্প “জাগ্রত দেবতা”কে সিনেমায় পরিণত করেছেন। পরিচালক নিজেই বলেছেন, সাহিত্য নিয়ে চলচ্চিত্র নির্মাণ এখন প্রায় শেষ। তাই আমার মনে হয়েছে গল্পের বইয়ের পাতা থেকে উঠে আসা গল্পভিত্তিক চলচ্চিত্র নির্মাণ।
আসলে পরিচালক জানিয়েছেন তাঁর সাহিত্যের প্রতি ঝোঁক বরাবরই। আর সাহিত্য নিয়ে সিনেমা নতুন কিছু নয়। তিনি আরও জানিয়েছেন, “তবে বইয়ের কিছু জিনিস আমি পাল্টেছি আমার মতো করে। যেমন গল্পে আছে শিবপুজোর উল্লেখ। আর ছবিতে আমি কালী পুজোর কথা বলেছি। গল্পে একটি গ্রামের কথা বলা হয়েছে।
সেখানে প্রত্যেক বছর কালী পুজোর সময় একজন ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তা না হলে গ্রাম ছাড়খার হয়ে যায়। এবার সেই ব্যক্তি কে হবেন? মন্দিরের পুরোহিতের চরিত্রে রজতাভ। তিনিই কি তবে শেষমেশ মানসিক ভারসাম্য হারালেন।”