দারুণ কায়দায় জমি থেকে মাছ ধরছে সুন্দরী বৌদি, ভাইরাল সেই ভিডিও

অনেক কবিতায় গ্রাম বাংলার অসাধারন রূপ সৌন্দর্য ফুটে উঠেছে অনেকবার । গ্রামের সৌন্দর্য ভাষা পেয়েছে কবিদের লেখার মাধ্যমে। প্রাকৃতিক এক সাধারন দৃশ্যের মধ্যেও যে কত অসাধারণ সৌন্দর্য থাকতে পারে তা একমাত্র তারাই চিন্তা করতে পারে যাদের ইট কাঠ পাথরে ঘেরা শহরে জীবন কাটাতে হয়।

গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে আর সেখানে মানুষের জীবনকৈাশলী চারপাশের কর্মকান্ড দেখলে মন ভালো হয়ে যায়। প্রকৃতি নিজেই এতো মনোরম তা গ্রাম্য পরিবেশেই ধরা পড়ে। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় এরকমই একটি গ্রামের দৃশ্য উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে গ্রামের এক বৌদি মাঠের ভেতর দিয়ে হেঁটে চলেছেন।

এরপর ক্ষেতের আলের কাছে এসে জাল দিয়ে মাছ ধরছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে অনেক মাছও উঠেছে তার জালে। যেভাবে দক্ষতার সাথে সে মাছ ধরেছে তা তো প্রশংসনীয় কিন্তু এই গ্রাম্য পরিবেশের সরল নির্ভেজাল দৃশ্য মানুষের মনকে একনিমেষে স্নিগ্ধ করে দিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে জালে পরা মাছগুলিকে এক এক করে তুলে এক জায়গায় রেখেছেন তিনি। আর একসাথে অন্যদের পরামর্শ দিয়েছেন যে একবার মাছ তোলার পর জাল যেনো সেখানেই ফেলে রাখে।
তাতে পরের বার আরো বেশী মাছ ওঠে। খুব সাধারন এক দৃশ্য কিন্তু গ্রাম্য ছোয়ায় তা হয়ে উঠেছে সুন্দর। তাইতো মাছ ধরার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে।

About Shariful Islam

Check Also

বিবাহিত অথবা অবিবাহিত সকলের পড়া উচিৎ- এক করুণ কাহিনী

এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমা’র স্ত্রি প্রতিদিনের মত আমাকে নিয়ে রাতের খাবার …