‘রাজা ফিরে এসেছে’! বুধবার সারাদিন প্রায় মন্ত্রের মতো শোনা গেল একথা। বিপুল সংখ্যক দর্শক তাকে দেখেছেন মন্ত্রমুগ্ধের মতো বড় পর্দায়। একবার বা দুইবার নয়, তিনবার দেখেছেন অনেকেই! কখনো সিঙ্গেল স্ক্রিনে, কখনো মাল্টিপ্লেক্সে পপকর্ন খেতে। দর্শকরা টাকা আদায়ে উন্মাদনায়, লাভের মুখ দেখেছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। শাহরুখ খানের ‘পাঠান’-এর প্রথম দিনের ব্যবসায়িক ছবি স্পষ্ট। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তির দিনেই প্রায় ৫৫ কোটি আয় করেছে।
সাউথ ফিল্ম ‘কেজিএফ-চ্যাপ্টার প্রথম দিনে সর্বোচ্চ 53 কোটি ব্যবসা করেছে। ছবিটি মুক্তির দিনেই দক্ষিণী মেগা হিটের ব্যবসা হাড়ে হাড়ে টের পেল। শোনা যাচ্ছে, ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবিটি বুধবার প্রায় 55 কোটির ব্যবসা করেছে। যা ‘ওয়ার’, ‘থাগস অফ হিন্দুস্তান’, ‘ভারত’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছে। খবর, এই ব্যবসার প্রায় অর্ধেকই এসেছে থেকে, যার পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা।
‘পাঠান’ প্রতিদ্বন্দ্বী হৃতিক রোশন, আমির খান, সালমান খানকে হারিয়ে সন্তুষ্ট নয়। শাহরুখ তার ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ও করেছেন। যার প্রথম দিনের ব্যবসার অঙ্ক ছিল ৪৪ কোটি ৯৭ লাখ এবং ৩৩ কোটি টাকা। সেই দুটি ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন ‘পাঠান’-এর রুবিনা ও দীপিকা।
দীর্ঘ ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউডের ‘বাদশা’ নিয়ে ভক্তদের উন্মাদনা দেখা গেল ট্রেলার প্রকাশের পরই। শাহরুখের উপস্থিতিতে ট্রেলার স্ক্রিনিংয়ের সময়, ভক্তরা দুবাইয়ের বুর্জ খলিফায় ভিড় করেছিলেন। বক্স অফিসে ভালো ব্যবসা করবে ‘পাঠান’-এর আভাস দেখা গেল অগ্রিম টিকিট বুকিংয়ে। দর্শকদের উন্মাদনা দেখে বড় বড় শহরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ সকাল ৬ ও ৭টায় শো রাখে।
এমনকী, দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে মধ্যরাতে শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা YRF। তবে ছবিটি মুক্তির প্রথম দিনেই সম্ভাব্য সব হিসাব-নিকাশ গুলিয়ে ফেলেছে ‘পাঠান’। হিন্দি ছবির ইতিহাসে মুক্তির দিনে ‘পাঠান’-এর ব্যবসা এখন সবচেয়ে বেশি। ইতিমধ্যেই ব্লকবাস্টার খেতাব পেয়েছে ছবিটি। তা হবেই বা কেন, রাজার প্রত্যাবর্তন!