Breaking News

মৃত্যু স্ত্রীর অটোর মধ্যে ! নিয়ে যেতে অস্বীকার করে গাড়ি চালক , স্ত্রীর দেহ কাঁধে নিয়ে ৮০ কিমি হাঁটলেন স্বামী

হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাচ্ছিলেন স্ত্রীকে অটো করে। কিন্তু মাঝ রাস্তায় অটোর মাঝেই মৃত্যু হয় স্ত্রীর। অটোরিক্সার চালক মৃতদেহ আর নিয়ে যেতে চায়নি। অটোচালক মাঝ রাস্তাতেই নামিয়ে দেন অসহায় স্বামী ও তার মৃত স্ত্রীকে। এরপর ওই ব্যক্তির থেকে ২৫০০ টাকা ভাড়াও নেন চালক। আদিবাসী সম্প্রদায়ভুক্ত সামুলুর এরপর আর সাধ্য ছিল না স্ত্রীর মৃতদেহ অন্য গাড়ি করে নিয়ে যাওয়ার।কারন তার কাছে আর টাকা ছিল না, তাই বাধ্য হয় ৩৩ বছর বয়সী সামুলু কাঁধে তুলে বারি নিয়ে গেলেন মৃত স্ত্রীর দেহ।

এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের ভিজিনগরাম এলাকা। শেষ পর্যন্ত পুলিশ এই অসহায় ব্যক্তির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পুলিশ সূত্রে খবর, ইডে সামুলু ওড়িশার কোরাপুটের বাসিন্দা। অসুস্থ স্ত্রীর চিকিৎসা করতে তিনি অন্ধ্রপ্রদেশে এসেছিলেন। তিনি তার স্ত্রীকে বিশাখাপত্তনমের সংগিবালাসার কাছে ইডে গুরু হাসপাতালেও ভর্তি করেন। তবে স্ত্রীর উন্নতি হয়নি।

হাসপাতালের চিকিৎসকরা জবাব দেন। তাকে দেশে ফেরার পরামর্শ দেন। বিশাখাপত্তনম থেকে ১৩০ কিলোমিটার দূরে ওড়িশার সোরাডায় স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য তিনি দুই হাজার টাকায় একটি অটোরিকশা ভাড়া করেছিলেন। এরপর বাড়ি ফেরার পথে সামুলুর স্ত্রী মারা যান। স্ত্রী মারা গেলে অটোচালক সামুলুকে লাশসহ রাস্তার মাঝখানে ফেলে দেন।

এরপর সামুলু তার স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাঁটতে থাকে। প্রায় 80 কিলোমিটার হাঁটার পর প্রশাসন মাথা নাড়ে। পুলিশ ইন্সপেক্টর টিভি তিরুপতি রাও এবং স্থানীয় থানার উপ-পরিদর্শক 10,000 টাকা সংগ্রহ করেন। একটি অ্যাম্বুলেন্সও ভাড়া করা হয়েছে। কিন্তু স্ত্রীর লাশ কাঁধে নিয়ে হাঁটার এই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

About Shariful Islam

Check Also

জানা গেল নোরা ফাতেহির বর্তমান সম্পদের পরিমাণ! চোখ কপালে নেটিজনদের

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবর’, ‘কোমারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে …