মধুমিতার ছবি নিয়ে খোলামেলা মন্তব্য করলেন দেব!

সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘টোকে তোকে ভালবাসবো ও সজনী’। বাঙালির ভালোবাসা দিবসে সরস্বতী পূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে এসেছে প্রেমের ছবি ‘দিলখুশ’। তবে ছবিতে শুধু প্রেমই নেই, আছে হাসি, মজা, সব কিছু। বিভিন্ন বয়সের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মধুমিতা সরকার, খরাজ মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, সোহম মজুমদার, ঐশ্বরিয়া সেন প্রমুখ।

এই ছবিটি মূলত ডেটিং অ্যাপ দিয়ে তৈরি। অ্যাপটির নাম ‘দিলখুশ’, এই গল্পটি মোট আটজন সঙ্গীহীন দম্পতিকে নিয়ে তৈরি। ‘দিলখুশ’ নামের এই অ্যাপের মাধ্যমে কাছাকাছি এসেছেন সেই আটজন একাকী দম্পতি। তবে অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠ এই গল্পে আরও প্রাণ দিয়েছে।

তবে এই ছবিতে অনেক চরিত্রের কারণে তাদের একসঙ্গে বেঁধে রাখা বেশ কঠিন কাজ ছিল। কিন্তু পরিচালক ‘রাহুল মুখোপাধ্যায়’ খুব সুন্দরভাবে এই কাজটি করেছেন। ঠিক যেমন দেবো এর আগে ‘কিসমিস’-এ করেছিলেন। এবার ‘দিলখুশ’ ছবি নিয়ে খোলামেলা মন্তব্য করলেন অভিনেতা দেব। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ছবির ট্রেলার দেখে তাঁর মনে হয়েছে এটি একটি মিষ্টি ও নরম গল্প নিয়ে নির্মিত হয়েছে। এছাড়া এ সিনেমায় অভিনয় করা প্রত্যেক তারকাই তার খুব কাছের বলে জানান তিনি।

ছবির গল্প থেকে শুরু করে অভিনয় ও চিত্রনাট্য সবকিছুর প্রশংসাও করেছেন তিনি। তবে, ভিন্ন স্বাদের এই গল্পটি বাঙালি দর্শকদের মন জয় করতে কতদূর সক্ষম হয়েছে তা দেখার বিষয়।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …