বাংলা ইন্ডাস্ট্রিতে এখন বেশ ভালোই যাচ্ছে সুপারস্টার দেবের সময়। তার বর্তমান ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। করোনার সময়েও তার ছবি ‘টনিক’ দারুণ ব্যবসা করেছে। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘বাটারফ্লাই’ ছবিটি বক্স অফিসে দারুণ হিট করেছিল। আর খুব শিগগিরই বাঙালি দেশপ্রেমিক বাঘায়াতীনকে নিয়ে আরও একটি নতুন ছবি আনতে চলেছেন দেব।
দেবের প্রযোজনা সংস্থা পরিচালক অরুণ রায়ের ‘বাঘায়তীন’ ছবিতে মহিলা প্রধান মুখ বেছে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়েছিল। এরপর থেকে বেশ কয়েকজন নারী অডিশনের জন্য আবেদন জমা দিয়েছেন। এরই মধ্যে একজনকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, দেবের নতুন ছবিতে নায়িকা হতে চলেছেন শ্রীজলা দত্ত।

নতুন এই নায়িকা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। নাম শুনে অনেকেই ভেবেছিলেন এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে পারেন বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী শ্রীজলা গুহ। কিন্তু তা সত্য নয়। বাঘাযতীনের নায়িকা টলিউড ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ। দেবের হাত ধরেই অভিনয় জগতে প্রবেশ করতে চলেছেন তিনি।
জানা গেছে, আগামী ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। দেবের নতুন ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ রোহন ভট্টাচার্য। অরুণ রায় এর আগে ‘এগারো’, ‘বিনয় বাদল দিনেশ’-এর মতো ছবি পরিচালনা করেছেন।