Breaking News

এক শিক্ষকের ধর্ষণেই আট নাবালিকা গর্ভবতী

এবার এক শিক্ষক তার ১৩ ছাত্রীকে ধর্ষণ করেন। তারা সবাই নাবালিকা। ওই শিক্ষকের ধর্ষণে তাদের মধ্যে অন্তত ৮ জন গর্ভবতী হয়ে পড়ে। এ ঘটনায় ওই শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দ্য ব্যাংকক পোস্ট জানিয়েছে, এ ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। এমন ন্যাক্কারজনক ঘটনা সামনে আসার পর ইন্দোনেশিয়ায় তোলপাড় হয়ে যায়। আজ মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ওই মামলায় অভিযুক্ত শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

এদিকে পশ্চিম জাভার বান্দুং জেলা আদালত ১৩ নাবালিকা ছাত্রীকে ধর্ষণের মামলায় হ্যারি উইরাওয়ানকে দোষী সাব্যস্ত করেন। আদালতের নথিতে বলা হয়, তাদের মধ্যে অন্তত আটজন গর্ভবতী হয়ে পড়েন এই ধর্ষণের ঘটনায়। বিচার চলাকালে জানা যায়, পাঁচ বছর ধরে এই ছাত্রীদের ধর্ষণ করছিলেন ওই শিক্ষক। ধর্ষণের শিকার হওয়া এই শিশুরা গরিব পরিবারের সন্তান। বৃত্তি পেয়ে তারা মাদরাসায় পড়তে এসেছিল।

গত বছর এই ঘটনা সামনে আসে। এক ছাত্রীর পরিবার উইরাওয়ানের বিরুদ্ধে ধর্ষণ ও তাকে গর্ভবতী করার ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করে। এরপরই এই ঘটনা বেরিয়ে আসে। তখন দেশজুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এরপর ইন্দোনেশিয়ার একজন সিনিয়র কর্মকর্তা বলেন, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ মামলায় বিশেষ নজর দিচ্ছেন।

এদিকে আদালত যখন রায় দেন তখন ৩৬ বছর বয়সী উইরাওয়ানের হাতে হাতকড়া ছিল। তিনি মাথা নিচু করে রেখেছিলেন এ সময়। এ সময় ওই শিশুদের লালনপালন করার বিনিময়ে সাজা মওকুফের আবেদন করেছিলেন তিনি। তবে আদালত তা নাকচ করে দেন।

About Shariful Islam

Check Also

জানা গেল নোরা ফাতেহির বর্তমান সম্পদের পরিমাণ! চোখ কপালে নেটিজনদের

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবর’, ‘কোমারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে …