শাশুড়ি হওয়ার পরও যদি মন চায় তাহলে হট প্যান্ট পরব : শ্রাবন্তী

সম্প্রতি হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রির ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা নিজেই।

মহামারী পরিস্থিতির কারণে গত বছর ‘ফিল্ম অ্যান্ড ফ্রেম ডিজিটাল অ্যাওয়ার্ড শো’ চালু হয়েছিল। এটি নীল রায় এবং তন্ময় ব্যানার্জি পরিচালিত প্রথম ডিজিটাল অ্যাওয়ার্ড শো। এর বিভিন্ন জনপ্রিয় বিভাগ রয়েছে। যেখানে আপনি অনলাইনেও ভোট দিতে পারবেন। আর এই পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা পরমব্রত চ্যাটার্জির কাছে কিছু গোপন তথ্য ফাঁস করেন শ্রাবন্তী।

প্রফুল্ল স্বভাবের শ্রাবন্তী সাহসী মন্তব্য করতেও পারদর্শী। এদিন পরমব্রতকে নিয়ে অকপট প্রশ্নোত্তর পর্বে নায়িকা বলেন, তিনি খাঁটি বাঙালি। তিনি মাটন খেতে খুব পছন্দ করেন। প্রিয় মানুষের নাম উঠলেই ঝিনুক ছেলেটি।

তিন পোষা প্রাণী এবং বাবা-মায়ের নাম নিন।’ অভিনেত্রী আরও বলেন, ‘আপনি যখন শাশুড়ি হবেন, তখনও আপনি চাইলে হট প্যান্ট পরবেন।’ অর্থাৎ ঝিনুকের বিয়ের পরও সাহসী চেহারা ধরতে তার কোনো আপত্তি নেই। অভিনেত্রীর ভিডিও শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়।

About Shariful Islam

Check Also

১০ বছরের মান অভিমান শেষের পর বলিউড থেকে আবার বাংলা সিনেমায় ফিরছেন জনপ্রিয় টলিউড সুপারস্টার

সাম্প্রতিক কালে কিছু সফল বাংলা সিনেমার হাত ধরে টলিউডের হাল ফিরেছে। ফলে আবার ঘুরে বেড়াচ্ছে …