Breaking News

“প্রেগন্যান্ট হয়েও যে ফুলশয্যা করা যায় সোহাগ জল না দেখলে জানতাম না”এক দেওরের সাথে ফষ্টিনষ্টি করে প্রেগন্যান্ট, আবার আরেক দেওরের সঙ্গে ফুলশয্যা! যা নিয়ে নেট দুনিয়ায় তুমুল সমালোচনার ঝর……

বাংলা টেলিভিশনে এই মুহূর্তে যে সকল নতুন ধারাবাহিক শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হলো ‘সোহাগ জল’। কয়েক সপ্তাহ হয়েছে সবে এই ধারাবাহিক টিভির পর্দায় শুরু হয়েছে। দর্শকরা এই ধারাবাহিকে একটি নতুন জুটি দেখতে পাচ্ছে ‘যমুনা ঢাকি’ খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং ‘গ্রামের রানী বীণাপাণি’ খ্যাত অভিনেতা হানি বাফনাকে।

সম্পূর্ণ নতুন ধরনের গল্প নিয়ে টিভি পর্দায় শুরু হয়েছে সোহাগ জল। ধারাবাহিকের একেবারে শুরুতেই নায়িকা জুয়ার বাড়ি থেকে শুভ্রর সঙ্গে নায়ক বিয়ের ব্যবস্থা করেন। সে অনুযায়ী তাদের বিয়ে হয়। কিন্তু শুভ্রা জুঁইকে কিছুতেই মেনে নিতে পারেনি কারণ জুঁইয়ের দাদা শুভ্রাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিল এবং সে ভেবেছিল জুঁইও এই সবের সাথে জড়িত, গল্প এখন চলছে।

কিন্তু সম্প্রতি গল্পের মোড় ঘুরেছে, প্রথমে যেখানে দেখা গিয়েছিল বিয়ের পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার আবার ভালোবাসা কী করে ফিরে আসে সেটা দেখার গল্প দেখানো হবে এই ধারাবাহিকে। জুঁই তার কথামতো বাড়ি ছেড়ে চলে গেছে এবং শুভ্রর জীবন থেকেও। কিন্তু শুভ্র চাইছে জুঁই যেন আর না ছেড়ে যায়।

আবার উল্টোদিকে দেখা গেছে শুভ্রর বিধবা বৌদি অন্তঃসত্তা। প্রথম থেকে দেখানো হয়েছিল তার বৌদির একটা দুর্বল অনুভূতি রয়েছে শুভ্রর জন্য। কিন্তু এবার দেখা গেল শুভ্রর অন্য এক দাদার বাচ্চা রয়েছে তার বেনী বৌদির গর্ভে।

কিন্তু এবার সে জোর করে শুভ্রর বউ হতে চায় যার জন্য সে নিজেই সিঁদুর পরে এবং লোকটিকে জানায় যে শুভ্রার হাত থেকে তার মাথায় সিঁদুর পড়ে গেছে। আর জুঁইও এই কথা শুনে কষ্ট পেয়েছে এবং এখন সে বেণী আর শুভ্রর বিয়ে ঠিক করছে। সাম্প্রতিক একটি পর্বে জুঁইকে বেণী ও শুভ্রর ফুলের বিছানা সাজাতে দেখা গেছে। যার জন্য শুভ্রা তার উপর ক্ষুব্ধ।

আর তা দেখেই সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের গল্প নিয়ে সমালোচনা শুরু করেছেন দর্শকরা। এক ব্যক্তির বক্তব্য গর্ভবতী, আবার বেণী ফুল কেমন হবে! শুরু থেকেই এই সিরিয়ালটি বাড়াবাড়ি দেখানোর জন্য সমালোচিত। ফের একবার ট্রোলের শিকার এই সিরিয়াল।

About Shariful Islam

Check Also

ময়ূরী’র পেট থেকে কথা বের করলেন রচনা বাড়িতে নিষেধ সত্ত্বেও কার জন্য রাঁধেন মাংস?

দিদি নম্বর ওয়ানে হাজির ইচ্ছে পুতুলের টিম। জমিয়ে চলল আড্ডা। কথা কথায় সামনে এল নানান …