Breaking News

একই দুর্ঘটনায় নিহত বাবা এবং ছেলে, লাশ দাফন হলো দুই দেশে মর্মান্তিক ঘটনা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় একসঙ্গেই নিহত হন ফেনীর সোনাগাজী উপজেলার আবুল হোসেন (৪৫) ও তাঁর ছেলে নাদিম হোসেন (১০)। ছেলে নাদিম হোসেনকে দক্ষিণ আফ্রিকায় দাফন করা হলেও তাঁর বাবা আবুল হোসেনের লাশ দাফন করা হয়েছে ফেনীর নিজ গ্রামে।

শুক্রবার সকাল ১০টায় সোনাগাজীর চর মজিলিশপুর ইউনিয়নে পারিবারিক কবরস্থানে আবুল হোসেনকে দাফন করা হয়। একই দিনে তার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত আরও তিন বাংলাদেশির মরদেহ সকালে নিজ নিজ গ্রামে দাফন করা হয়েছে। তারা হলেন রাজু আহমেদ (৩৪), মোস্তফা কামাল (৪০) ও ইসমাইল হোসেন (৩৮)। তারা সবাই ফেনীর বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে চারজনের মরদেহ বাংলাদেশে আসে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা থেকে দেড়টার দিকে মরদেহ নিহতদের বাড়িতে পৌঁছায়।

সোনাগাজীর চর মজিলিশপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এম এ হোসেন প্রথম আলোকে বলেন, রাতে আবুল হোসেনের মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। সকাল ১০টার দিকে আবুল হোসেনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইউপি চেয়ারম্যান এম এ হোসেন বলেন, আবুল হোসেনের লাশ নিয়ে আসা হলেও তাঁর ছেলে নাদিম হোসেনের লাশ দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা সম্ভব হয়নি। নাদিমের জন্ম দক্ষিণ আফ্রিকায় হওয়ায় সেখানেই তাকে দাফন করা হয়েছে।

দুর্ঘটনায় নিহত ইসমাইল হোসেনের বাড়ি ফেনীর সদর উপজেলার বিরালী গ্রামে। তার ভাই নিজাম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকাল সোয়া একটার দিকে ইসমাইল হোসেনের মরদেহ বাড়িতে আনা হয়। পরে সকাল ১০টার দিকে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

নিহত মোস্তফা কামালের বাড়ি দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুর গ্রামে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, আজ সকাল সাড়ে ১০টায় নিহত মোস্তফা কামালের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।

এ ঘটনায় নিহত রাজু আহমেদের বাড়ি দাগনভূঞা উপজেলার মাতুভূয়া ইউনিয়নের মামারিজপুর গ্রামে। সকাল ১০টায় তার লাশ দাফন করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশের লোকাঙ্কায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মিলন নামে আরেকজন মারা যান। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার বাড়িও ফেনীর দাগনভূয়া উপজেলায়।

About Shariful Islam

Check Also

জানা গেল নোরা ফাতেহির বর্তমান সম্পদের পরিমাণ! চোখ কপালে নেটিজনদের

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ‘দিলবর’, ‘কোমারিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে …