Breaking News

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-কিয়ারা,সামনে এলো চুম্বনের ছবি

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের কথা বেশ কয়েক মাস ধরেই চলছে। মাঝে মাঝে তাদের বিচ্ছেদের খবরও আসে। কিন্তু সব গুজবকে পাশে রেখে বলিউডের এই পাওয়ার কাপল সত্যিই বিয়ের দ্বারপ্রান্তে। বলাই বাহুল্য, এই মুহূর্তে তাদের বিয়ের খবরে গোটা মিডিয়া তোলপাড়। মিডিয়া সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ জনগণ বর্তমানে তাদের শেয়ার করা বিয়ের ছবি নিয়ে উন্মাদনায় রয়েছে। বারবার সেই ছবি দেখেও তারা সন্তুষ্ট নয়।

৭ ফেব্রুয়ারি জয়সলমি থেকে ১৬ কিলোমিটার দূরে বিলাসবহুল সূর্যগড় হোটেলে তাদের বিয়ের সব আয়োজন করা হয়েছিল। পুরো সূর্যগড় হোটেল সাজানো হয়েছিল ফুল দিয়ে। খাওয়া-দাওয়ার আয়োজনও করেছেন এলাহী। সম্ভবত দুপুর 2 টা থেকে 4 টার মধ্যে তারা একে অপরের সাথে তাদের জীবন কাটানোর অঙ্গীকার করেছিল।

বিয়ে সম্পন্ন হওয়ার পর থেকেই তারকা দম্পতি তারকাদের থেকে সাধারণ জনগণের কাছে শুভেচ্ছা বর্ষণ করেছেন। তারাও তাদের ভক্তদের নিরাশ করেননি। এই রাতেই কিয়ারা এবং সিদ্ধার্থ তাদের বিয়ের ছবি একে অপরের সাথে শেয়ার করেছেন। উল্লেখ্য, এদিন দুজনে মনীশ মালহোত্রার ডিজাইন করা বিয়ের পোশাক পরেছিলেন। সঙ্গে মানানসই মূল্যবান অলঙ্কারও পরতেন। নিঃসন্দেহে তাদের থেকে চোখ ফেরানো যেত না।

বলাই বাহুল্য, বিকেল থেকেই তাদের বিয়ের এক ঝলক দেখার জন্য মিডিয়া সম্প্রদায়ের পাশাপাশি গোটা নেট দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কিয়ারা ও সিদ্ধার্থের অগণিত ভক্তও অপেক্ষায় ছিলেন। এদিন তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিখ্যাত তারকা-খচিত ব্যক্তিরাও। সেটা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাদের বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকে বলিউডের বেশ কয়েকজন তারকা তাদের ছবি শেয়ার করেছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

সেই সমস্ত আভাস পেতে শুধু সোশ্যাল মিডিয়াতে চোখ রাখুন। তারা যে ছবিগুলি শেয়ার করেছেন তাতে একে অপরের প্রতি তাদের ভালবাসা স্পষ্ট হয়েছিল। তারা ছবিটি শেয়ার করেছেন এবং একই ক্যাপশন লিখেছেন। আপাতত, বেশিরভাগই তাদের বিয়ের খবর এবং ছবি নিয়ে আটকে আছেন। সূত্রের খবর, জমে থাকা কাজের কারণে তারা এখনই হানিমুনে যাবেন না। আপাতত তাদের বিয়ের আরও ঝলক দেখার অপেক্ষায় গোটা ভক্ত।

About Shariful Islam

Check Also

মুক্তির আগেই হাজার কোটি আয় ‘পুষ্পা’র সিক্যুয়েলের! কীভাবে?

‘পুষ্প: দ্য রাইজ’ 17 ডিসেম্বর, 2021-এ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মান্দানার …