Breaking News

প্রথমবার মেয়ে দেবীর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বিপাশা বসু

বলিউডে যে কয়েকজন বাঙালি অভিনেত্রী গিয়ে নিজেদের নাম পাকা করেছেন তার মধ্যে অন্যতম বিপাশা বসু। ৯০ দশকে বিপাশা ছিল, হাজার হাজার তরুণের ক্রাশ।

তার রূপ থেকে অভিনয় দুটোই ছিল নজর কারা। কিন্তু ইদানিং অবশ্য তাকে দেখা যাচ্ছে না সিনেমায়। সাত পাকে বাঁধা পড়েছেন টেলি অভিনেতা করন গ্রোভারের সঙ্গে।

গতবছরেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। জানিয়ে দিয়েছিলেন এবার মা হতে চলেছেন তিনি। আর সত্যি সত্যিই একদিন বাড়িতে এল ফুটফুটে তৃতীয় সদস্য।

বিপাসার কোল আলো করে এলেন মেয়ে। করণ এবং বিপাশার একমাত্র মেয়ের নাম দেবী। মা হবার পর বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায়


নিজের ছবি পোস্ট করেছেন বিপাশা কিন্তু কখনও নিজের মেয়ের ছবি তিনি পোস্ট করেননি। মেয়েকে সামনে আনেননি অভিনেত্রী।

তবে শুধু বিপাশা বসু নয় এই একই পথে হেঁটেছেন আলিয়া ভাট থেকে প্রিয়াঙ্কা চোপড়া। তারাও মাতৃত্বের স্বাদ অনুভব করার বেশ কয়েক মাস পরে নিজেদের সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন।

বিপাশা এবং করণের নয়নের মনি তাদের একমাত্র কন্যা। অবশেষে বহু প্রতীক্ষার অবসান হল। ছোট্ট মেয়ের ছবি এবার সবার সামনে আনলেন বিপাশা। দেবী, ঠিক যেন দেবতা।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …