Breaking News

Gangaram Actress: বহুদিন ছিলেন সিরিয়াল থেকে দূরে ,আবার নতুন ভূমিকায় নয়া রূপে ফিরছেন ‘গঙ্গারাম’-এর জনপ্রিয় টেলি নায়িকা

সিরিয়াল ‘গঙ্গারাম’ 2022 সালে শেষ হয়েছিল। অভিনেত্রী সোহিনী গুহ রায় সিরিজ চলাকালীন বাধা পেয়েছিলেন। ‘গঙ্গারাম’ সিরিয়াল দিয়ে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী। সিরিজে টায়রা এবং গঙ্গার জুটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছিল।

‘গঙ্গারাম’-এর আগে সোহিনীকে ‘রেশম ঝাঁপি’, ‘ময়ূরাপঙ্খী’-এর মতো বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল। তবে এই ধারাবাহিকের পর আর ছোট পর্দায় দেখা যায়নি তাকে। ধারাবাহিকের শেষে পরিবারকে হৃদয় দিলেন নায়িকা।

কিন্তু তখন সোহিনী বলেছিলেন যে তিনি মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার সাথে কথা বলছেন। সংসার সামলানোর পর মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিতে পারেন নায়িকা। শব্দ হিসাবে কর্ম। খুব শিগগিরই হিন্দি সিরিয়ালে ডেবিউ করবেন তিনি। ইতিমধ্যেই মুম্বইয়ের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলেছেন তিনি।

এদিকে নতুন একটি প্রজেক্টে অংশ নিলেন অভিনেত্রী সোহিনী। বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন এই অভিনেত্রী। এমবি চন্দ্র ও পুত্রের মডেল হিসেবে ধরা পড়েন সোহিনী গুহ রায়। যদিও ভক্তরা তাকে আবারও নতুন ধারাবাহিকে দেখতে চান।

প্রসঙ্গত, কোচবিহারে তাঁর নিজের বাড়ির একটি অংশ নতুন করে তৈরি করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু হয়েছে গত বছর। বাড়ির পুজোর ছবিও শেয়ার করেছেন নায়িকা নিজেই। এটি 2023 সালে সম্পূর্ণভাবে শেষ হবে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …