এবার কি শেষ বইয়ের নাম লিখতে যাচ্ছে ‘গানচারা’? ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে, সেটাই ভাবছেন সবাই। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ খরি সিং রায়, অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায়। স্টার জলসার ‘গানচারা’ গল্পের মোড় ঘুরতেই দর্শকদের কাছে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।
উল্লেখ্য, ঋদ্ধিমান সিং রায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং খরি সিং রায়ের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। কয়েকদিন আগেই দেখানো হয়েছিল খরির মৃত্যু হয়েছে ধারাবাহিকে। আর তখনই পরিচালক আটপৌরে সাধারণ পোশাক আর মধ্যবিত্ত ভাবনার খড়ি ফিরিয়ে আনেন ভিন্ন রূপে।
এরপর হঠাৎ করে গানচরা বন্ধের খবরে হতবাক অনেকেই। হঠাৎ করেই সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার জন্য নির্মাতাদের দোষারোপ করতে শুরু করেছেন ‘খৃদ্ধি’-এর ভক্তরা। বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলার পর খাদি ওরফে শোলাঙ্কি সম্বাদামের কাছে বিষয়টি নিয়ে মুখ খুললেন।
বেশ বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না কে খবরটি ছড়িয়েছে। আমি প্রতিদিন শুটিং করছি।” তার মতে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেছেন যে প্রযোজনার পক্ষ থেকে তাদের এমন কিছু বলা হয়নি। শোলাঙ্কি এটিকে নিছক গুজব বলতে রাজি নন। “সম্পূর্ণ মিথ্যা,” তার মতে।
আসছে ইন্দ্রাশিস রায়, তৃণা সাহা ভট্টাচার্য ও কৌশিক রায় অভিনীত ‘বালিঝাড়’। এরই মধ্যে স্টার জলসায় এর প্রোমো দেখা গেছে। আর সেই কারণেই দর্শকরা মনে করছেন গাঁটছড়া বন্ধ হতে চলেছে এবং এর বদলে আসবে ‘স্যান্ডস্টর্ম’। এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, কে কোন স্লট পাবে সেটা চ্যানেল ঠিক করে। তাই এসব অপ্রয়োজনীয় গুজব এড়িয়ে চলাই ভালো।”