Breaking News

প্রকাশ্য মঞ্চে চু;মু খেলেন গোবিন্দা, বাবার কাণ্ডে মুখ ঢাকল মেয়ে!

সে কখনো আমার সঙ্গে নাচেনি’, স্ত্রী সুনীতার কণ্ঠে আক্ষেপ দেখে মঞ্চে স্ত্রীকে প্রকাশ্যে চুমু দিলেন বলিউডের নৃত্য তারকা গোবিন্দ। আর বাবার এই কীর্তি দেখে গোবিন্দ কন্যা নিজেই মুখ ঢেকে ফেলেন।

দেশের জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন 13’ শুরু হয়েছে কয়েক মাস আগে। প্রতিবারের মতো এবারও বিচারকের আসনে রয়েছেন রিমেক কুইন নেহা কক্কর, বিশাল দাদলানি এবং হিমেশ রেশমিয়া।

বাংলার একগুচ্ছ শিল্পী এই বছর ইন্ডিয়ান আইডল মঞ্চে রাজত্ব করছেন। সম্প্রতি এই পর্যায়ে এসেছেন গোবিন্দ। যিনি নব্বইয়ের দশকে বলিউডের নৃত্য তারকা ছিলেন। তখনকার দিনে হিন্দি সিনেমার নাচ ছিল গোবিন্দ।

গোবিন্দ তিনটি গুণের অধিকারী ছিলেন- কমেডি, রোমান্স, নাচ। কিন্তু এখন তাকে হিন্দি ছবির বড় পর্দায় দেখা যায় না। তিনি রিয়েলিটি শোতে অতিথি হয়েছিলেন। রানী, কারিশমা, রাবিনা থেকে শুরু করে অনেক নায়িকাকে শুধু রোমান্সই করেননি, কোমরও দোলালেন তিনি।

কিন্তু ব্যক্তিগত জীবনে ‘নায়ক’ স্বামী গোবিন্দ কখনোই স্ত্রী সুনীতার সঙ্গে নাচেননি। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে এই অভিযোগ করলেন গোবিন্দের স্ত্রী সুনীতা। তাই ইন্ডিয়ান আইডল 13-এর মঞ্চে গোবিন্দ তাঁর স্ত্রীর ইচ্ছা পূরণ করলেন। সম্প্রতি ‘হিরো নম্বর 1’ গোবিন্দ তাঁর স্ত্রী সুনিতা এবং মেয়ে টিনাকে নিয়ে ইন্ডিয়ান আইডল-13-এর মঞ্চে হাজির হন।

সেখানে স্ত্রী সুনিতা বলেন, ‘ইনহোনে আজতক মেরে সাথ ডান্স নেহি কিয়া’ (তিনি কখনো আমার সঙ্গে নাচেননি)। গোবিন্দ উত্তর দিয়েছিলেন, ‘মে ভি বহুত সালো সে ইন্তেজার কিয়া হু ইজ মোমেন্ট কা’ (আমিও বহু বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি)।

এরপর স্ত্রীর ইচ্ছা পূরণ করেন গোবিন্দ। 1987 সালে মুক্তিপ্রাপ্ত ‘খুদগর্জ’ ছবির ‘আপকো এ জানে সে’ গানে গোবিন্দ তার স্ত্রীর সাথে নাচছিলেন। এমনকি গোবিন্দ শুধু নাচেই সীমাবদ্ধ ছিলেন না। নায়ক স্ত্রীকে জড়িয়ে ধরে বসলেন। আর মা-বাবার এমন কাণ্ড দেখে মুখ ঢেকেছেন মেয়ে টিনা। মঞ্চে উপস্থিত বিচারক থেকে প্রতিযোগীরাও হাসি থামাতে পারেননি। ঘটনাক্রমে, 11 মার্চ, 1987 সালে গোবিন্দ সুনিতাকে বিয়ে করেন। তাদের দুই সন্তান হর্ষবর্ধন এবং টিনা।

About Shariful Islam

Check Also

প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে প্রথমেই বাবাকে শিখাল, তুমুল ভাইরাল ভিডিও!

ছেলে জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাইক কিনে সবার প্রথমে বাবাকেই শিখাল বাইক চালানো, ভাইরাল …