Breaking News

Guddi:” অনুজ গু”! একদম ঠিক লিখেছে জলসা অনুজের থেকে পচা নর্দমা অনেক ভালো অন্তত পরিষ্কার করা যায় আর এর চরিত্রে গু’য়ের গন্ধ,

বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই সিরিয়ালটি এই মুহূর্তে দর্শকদের কটাক্ষ ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ হিসেবে দর্শকরা ভালোভাবে নিতে পারছেন না, গুড্ডি, শিরিন ও অনুজের সম্পর্কের সমীকরণ। তবে এরই মধ্যে সিরিজ অন্য মোড় নিয়েছে। যুধাজিতের সাথে গুড্ডির বিয়ে হয়।

কিন্তু সেই বিয়ের আসরে অনেক নাটকীয়তা হয়েছে। যা দেখে ট্রোলড হয়েছেন দর্শকরা। প্রসঙ্গত, গুড্ডিকে প্রথম দেখা গিয়েছিল বিয়ের মণ্ডপে অনুজের দুর্ঘটনার খবর শুনে মণ্ডপ থেকে দৌড়ে বেরিয়ে যান। বিয়েটা সেদিন হয়নি, বিয়ের পরের দিন হঠাৎ করে গুড্ডি বলল যে সে তার বাবুজির কাছে শুনেছে যে তাদের বিয়েতে কনে নিজেই সিঁদুর পরে। আর তাই সে একটা আয়না নিয়ে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল।

অন্যদিকে, শিরিন অনুজের সন্তানের মা হতে চলেছেন শুনে, তিনি তার সন্তান এবং শিরিনের সাথে ভাল থাকার কথা বললেও গুড্ডি এবং যুধাজিতের বিয়ে মেনে নিতে পারেন না। যার জন্য সে গুড্ডি এবং যুধাজিতের ফুল বেড রুমের বাইরে গিয়ে অরিকে ফেলে দেওয়ার কথা ভাবে। এ কথা শুনে দর্শকরা অনুজের ওপর ভীষণ ক্ষুব্ধ।

প্রসঙ্গত, ধারাবাহিক শুরুর কয়েকদিনের মধ্যেই দর্শকরা নানাভাবে নায়ক অনুজের প্রতি বিরক্ত হয়েছেন। কারণ অনুজ গুড্ডি এবং শিরিন প্রথম থেকেই সমানে সমান হয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই অনুজ দর্শকদের একটি অংশের মতো পরোক্ষভাবে শিরিন এবং গুড্ডি দুজনের জীবনই নষ্ট করে দিয়েছেন। আর এর জন্য অনুজের চরিত্রকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়।

ছবি:ইন্টারনেট

কিন্তু এবার সমালোচনার পাশাপাশি ট্রোলের শিকারও হলেন নায়ক। স্টার জলসার অফিসিয়াল পেজ থেকে গুড্ডি সিরিয়ালের একটি ভিডিও ক্লিপ সহ ক্যাপশনে লেখা হয়েছে ‘এত কিছুর পরেও অনুজ-গু জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন না’। কিন্তু এখানে গুড্ডি লেখার সময় ‘ডিডি’ বাদ পড়ে গেছে। আর এর ফলে দর্শকরা বলছেন এটা ঠিক। অনুজের চরিত্রটি একটি পচা নর্দমার মতো, তাই এবার ক্যাপশনে ‘অনুজ-গু’ লেখাটা সঠিক। তাই এবার বোঝা যাচ্ছে অনুজের চরিত্রটি কতটা অপছন্দের হয়ে উঠেছে দর্শকদের।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …