স্ত্রী হিসাবে তিনি ব্যর্থ, স্বীকার করলেন রচনা! কেন তিনি ভাল বৌ হতে পারেননি?

টলিপাড়ার অন্যতম নায়িকা রচনা ব্যানার্জি। অনেক হিট ছবি আছে। প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার জুটিও হিট হয়েছিল। এরপর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন এ নায়িকা। আপাতত তিনি রিয়েলিটি শো ‘দিদি নম্বর 1’-এর মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির ঘরে ঘরে পরিণত হয়েছেন। এক কথায় রচনা একজন সফল পেশাদার। কিন্তু ব্যক্তিগত জীবনেও কি তিনি সমান সফল?

এমনটাই উত্তর দিলেন নায়িকা। শাশ্বত চ্যাটার্জির শো ‘অপুর সংসার’। সেই রিয়েলিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন রচনা। সেখানে নায়িকাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন শাস্বত। স্ত্রী রচনা হিসেবে নিজেকে কত পয়েন্ট দেবেন? এ প্রশ্ন শুনে নায়িকার সাফ জবাব, ‘নিজেকে শূন্য দেব।’

এই উত্তর শুনে শাশ্বত কিছুটা অবাক হলেও তার পরের প্রশ্ন, রচনা কেন এমন ভাবে? রচনা খুব শান্তভাবে বলে, “আমি মনে করি না একজন গৃহিণী হওয়ার জন্য যে গুণাবলী আমার মধ্যে আছে। একটি সম্পর্কের জন্য অনেক আপস প্রয়োজন। মানিয়ে নিতে হবে। আমি এর কিছুই করিনি। আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত, সঙ্গীকেও অনেক কিছু মেনে নিতে হয়। সম্পর্কটা এমন না হলে সুন্দর বাড়ি থাকা কঠিন।”

অনেক বছর ধরেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ রয়েছে রচনা। কিন্তু আইনি বিচ্ছেদ ছিল না। কারণ তিনি চান না তার ছেলে বড় হয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ুক। তাই একসঙ্গে না থাকলেও প্রয়োজনে একে অপরের পাশে থাকেন।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …