Breaking News

৩২ বছর পর কাশ্মীরে ‘হাউসফুল’

ভারত যেন এখন আক্রান্ত ‘পাঠান’ সুনামিতে ! এমনকি শাহরুখের ‘পাঠান’ ঢেউ পড়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের বুকেও। কাশ্মীরের প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউসফুল’। ৩২ বছর পর এমন দৃশ্য দেখা গেছে সেখানে।
চার বছর পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিল বলিউড দুনিয়া। চিত্রসমালোচকেরা বলছেন, ‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডের বাদশা প্রকৃত বাদশার মতোই বড় পর্দায় ফিরেছেন। দীর্ঘদিন পর শাহরুখ সফলতার মুখ দেখলেন। শুধু তা–ই নয়, ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডেরও সুদিন ফিরেছে বলে মন্তব৵ করছেন অনেকে। তাই এই ছবি শুধু কিং খানের ডুবন্ত ক্যারিয়ার নয়, বলিউডকেও ভরাডুবির হাত থেকে রক্ষা করল।

পাঠান’ মুক্তির প্রথম দিনেই একের পর এক রেকর্ড করেছে। আর প্রথম দিনেই সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি হিসেবে শীর্ষে উঠে এসেছে ‘পাঠান’-এর নাম। এ ছাড়া আরও একটি রেকর্ড গড়েছে এই ছবিটি।পাঠান কাশ্মীরে যে ঝড় তুলেছেন তা গত ৩২ বছরে ঘটেনি। এর আগে থেকেই কিং খানের এই অ্যাকশন ছবিকে ঘিরে কাশ্মীরের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আর তারই প্রতিফলন ধরা পড়ে বক্স অফিসে। বলা যায়, ‘পাঠান’-এর কারণে কাশ্মীরের সিনেমা হল মালিকদের সুখের দিন ফিরে এসেছে।

৩২ বছর পর এখানকার সিনেমা হলের বাইরে দেখা গেল ‘হাউসফুল’ বোর্ড। তাই বেশ খুশি সিনেমা হল মালিকরা। আর তারা শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। কাশ্মীরের একটি থিয়েটারের বাইরে হাউসফুল বোর্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।

আর তার সঙ্গে লেখা আছে, ‘আজ সারা দেশকে বেঁধে দিয়েছে ‘পাঠান’। আমরা সবাই কিং খানের কাছে কৃতজ্ঞ। কারণ, ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় প্রেক্ষাগৃহের বাইরে হাউসফুল বোর্ড ঝুলছে। শাহরুখ খান, ধন্যবাদ।’ দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, যশ রাজ ফিল্মসকে এই পোস্টে ট্যাগ করা হয়েছে।

মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ৫৭ কোটি। মুক্তির দ্বিতীয় দিনে ২৬ জানুয়ারি ছুটির পুরো সদ্ব্যবহার করেছে ‘পাঠান’। জানা যায়, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি এদিন আয় করেছে ৫৯.৫০ কোটি। সব মিলিয়ে এই ছবির সংগ্রহ 126 কোটি টাকা।

About Shariful Islam

Check Also

সালমান খানের কাছে ফিরেছেন ক্যাটরিনা কাইফ, কিছুদিন আগে বিয়ে করেছেন ভিকি কৌশলকে

বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ কখনও কখনও শীর্ষ প্রবণতা হয়ে …