গায়ে আকাশী জামা, নেভি ব্লু প্যান্ট আর মাথায় টুপি। এটিএম গার্ডের পোশাকে ইনিই কি ঋত্বিক চক্রবর্তী ?ভালো করে দেখলে বোঝা যায়, তিনিই বটেন। তবে টলিপাড়ার দাপুটে অভিনেতার এ কী হাল? হাজরার মত ব্যস্ত জায়গায় সিকিউরিটি গার্ডের পোশাকে এটিএমের সামনে কী করছেন তিনি?
এটা হাজরার মতো ব্যস্ত জায়গা, তার উপরে আশুতোষ কলেজের ছাত্রদের ভিড়, মেট্রোতে ভিড়, হাজার হাজার মানুষ আসা-যাওয়া, সামনে হাসপাতাল। সব মিলিয়ে অফিস সময়ের চরম ব্যস্ততা। আর এই সবের মধ্যে তিনি এটিএম পাহারা দিয়ে বসে আছেন, কিন্তু কেউ তাকে খেয়ালও করছে না।
এমন উদাসীনতা আবার ভাবতে বাধ্য করে! তিনি কি সত্যিই ঋত্বিক চক্রবর্তী নাকি তার ছদ্মবেশী? তারপর কেউ তাকে জিজ্ঞেস করলে তিনি ঋত্বিক কিনা, তিনি উত্তর দেন, ‘না, আমি চন্দন সেন।’ জুটমিলে কাজ করতাম। যেহেতু চাকরি চলে গেছে, এখন আমি এটিএম সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছি।
মানুষ ভাবছে, হয়তো। কিন্তু বাস্তবে তা নয়। তিনি আসলে একজন অভিনেতা। তবে এটি কোনো শুটিং নয়, শুধু অভিনয়ের খাতিরেই তিনি এই অবতার গ্রহণ করেছেন। তাহলে ভাবুন তো মেকআপের কারিশমা! প্রসঙ্গত, এই অভিনেতার পরবর্তী ছবি ‘মায়ার জানজাল’ মুক্তি পেতে চলেছে ২৪ ফেব্রুয়ারি।
আর এই ছবিতে তিনি চন্দন সেনের ভূমিকায় অভিনয় করবেন।আর সেই ছবির প্রচারের জন্য তিনি নতুন অবতার ধরলেন। অধিকাংশ মানুষ তাকে চিনতে পারেনি। কিন্তু তারপরও, তাকে যারা চিনত তারা কয়েকজন এসে তার সাথে কথা বলে।
প্রসঙ্গত, ছবিটি ভারত ও বাংলাদেশের যৌথ উদ্দেশ্যে নির্মিত হয়েছে। ইতিমধ্যে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু, সোহেল মণ্ডল, পরান বন্দ্যোপাধ্যায়, চন্দ্রায়ী ঘোষ, অপি করিম প্রমুখ।