শ্রাবন্তী আর আলোচন, সমালোচনা এগুলো যেন ভারতীয় বাংলা সিনেমা পাড়ার এক সমর্থক সব্দের সংযোজন। সমালোচনা বলেন আলোচনাই বলেন সবসময়ের সঙ্গি হিসেবে যেন থাকে শ্রাবন্তির আশেপাশে। তিনি বাংলা সিনেমার এক উজ্জল তারকা।
সিনেমা প্রেমী মানুষদের মধ্যে খুব কম মানুষই আছে যারা এই রুপসীর প্রেমে পড়েনি। একদিকে যেমন রুপে গুনে স্বরসতী শ্রাবন্তী তার গ্লামারের মাধ্যমে ভক্তদেরকে উন্মাদ বানিয়ে রাখতেন অপরদিকে তেমনি ভাবে অভিনয় দক্ষতার মাধ্যমেও ভক্তদের মনে নাড়া দিতেন তিনি। বাংলা সিনেমা প্রেমী মানুষদের কাছে শ্রাবন্তী এক ভালোবাসার নাম। এবার তিনি যাই করুক না কেন।
শ্রাবন্তী বাংলা সিনেমা প্রেমী মানুষদেরকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গেছেন। তিনি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায় সফলভাবে কাজ করেছেন। দিয়েছেন বাংগালি মানুষদেরকে মনের মতো সিনেমা উপহার।
সিনেমা দিয়ে বাঙ্গালীদের কাছে তিনি যেমনভাবে আলোচনায় থাকেন ঠিক তেমনিভাবে আবার ব্যাক্তিগত জিবনেও থাকেন সমালোচনায়। তার ব্যাক্তিগত জিবনের কার্যাবলি দিনেরপর দিন তাকে সমালচনার কেন্দ্র-বিন্দুতে থাকেন।
এই যেমন ধরুন শ্রাবন্তীর ৩ বিয়ে তার ছেলে পরিচালকের সাথে বিয়ে তাছাড়া তার সাংবাদিক সম্মেলনে দেওয়া কিছু বক্তব্য, যা সবসময়ই তাক এরাখে আলোচনার কেন্দ্র বিন্দুতে। কথা না বাড়িয়ে মূল প্রতিবেদনে ফেরা যাকঃ
সময়ের সেরা আলোচিত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অ’ভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’।আচমকা টাইম মেশিনের কথা অভিনেত্রীর মুখে শুনে কৌতুহল প্রকাশ করেছেন তার ভার্চুয়াল অনু’রাগীরা।
ছবিতে কালো টপের সঙ্গে গাঢ় নীল রঙের হট প্যান্ট পরে বেশ হাসিখুশি মেজাজে দেখা গেছে নায়িকাকে। অভিনেত্রী কিন্তু রয়েছেন তার স্ব-মেজাজে। সময়ের সেরা আলোচিত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন।
ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। নতুন খবর হচ্ছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আমাদের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’।
আচমকা টাইম মেশিনের কথা অভিনেত্রীর মুখে শুনে কৌতুহল প্রকাশ করেছেন তার ভার্চুয়াল অনুরাগীরা। ছবিতে কালো টপের সঙ্গে গাঢ়
নীল রঙের হট প্যান্ট পরে বেশ হাসিখুশি মে’জাজে দেখা গেছে নায়িকাকে। অভিনেত্রী কিন্তু রয়েছেন তার স্ব-মেজাজে।