বাধাঁ কবির সাথে ডিম দিয়ে বাজি করলে মুখে লেগে থাকবে আজীবন, স্বাদ হবে দারুণ, রইলো ভিডিও সহ পদ্ধতি!

বাধাঁ কবির সাথে ডিম দিয়ে মুখে লেগে থাকার মতন রেসিপি, স্বাদ হবে দারুণ, রইলো ভিডিও সহ পদ্ধতি! আমরা প্রায় বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। বাধাঁ কবি ও তার ব্যতিক্রম নয় । আজকে আমরা বাধাঁ কবি আর ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো । চলুন জেনে নেই কিভাবে তৈরি করে ।

উপকরণ সমূহঃ বাধাঁ কবি,ডিম, কাঁটা পেঁয়াজ, কাঁটা কাঁচা মরিচ,সরিষার তেল,জিরা গুঁড়া, শুকনা লাল মরিচ, ঘরে তৈরি ভাজা মসলা গুঁড়া, লবন, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া।রন্ধন প্রক্রিয়াপ্রথমে বাধাঁ কবি গুলো কে ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর বাধাঁ কবি গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর চুলায় কড়াই দিতে হবে। কড়াই ভালো করে গরম করে তার মাঝে পরিমাণ মত তেল দিতে হবে।

তারপর গরম তেলের মাঝে দিতে হবে জিরা ও শুকনা লাল মরিচ ।এরপর পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে।পেঁয়াজ গুলো ভাজা ভাজা হলে তার মধ্যে কাঁটা কাঁচা মরিচ দিতে হবে। মরিচ ভাজা হলে তার মধ্যে দিতে হবে কাঁটা বাধাঁ কবি ।এরপর দিতে লবণ,হলুদ এবং মরিচের গুঁড়া। এরপর বাধাঁ কবি গুলোকে একটু ভালো করে নেড়ে নেই। তারপর কড়াই ঢাকনা দিয়ে কম আঁচে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

তারপর আবার বাধাঁ কবি গুলোকে নেড়ে নিয়ে তার মধ্যে ডিম গুলো দিতে হবে। এরপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে এটিকে নেড়ে নেড়ে ভাল করে ভেজে নিতে হবে।সাবধানে নাড়তে হবে যাতে বাধাঁ কবি গুলো ভেঙ্গে না যায়। বাধাঁ কবি আর ডিমগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে ঘরে তৈরি ভাজা মসলা গুঁড়া মিশিয়ে নিতে হবে।

এরপর এই রেসিপি টি তৈরি হয়ে গেছে। এরপর রেসিপি টিকে অন্য একটি বাটিতে তুলে নেই । ব্যাস আমাদের রেসিপি টি তৈরি হয়ে গিয়েছে।এই রেসিপিটি অত্যান্ত সুস্বাদু । গরম ভাত বা রুটির সাথে এই রেসিপিটি তৈরি করে খেলে মন্দ হবে না । আপনারা অবশ্যই এই রেসিপিটি তৈরি করবেন।

About Shariful Islam

Check Also

Viral video : মদের নেশায় বুঁদ এক ব্যক্তি, তেড়ে গেলেন একজোড়া কুমিরের দিকে, তারপর যা হল

বর্তমান যুগে আট থেকে আশি মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ধীরে …