Breaking News

মন চাইলে শাশুড়ি হওয়ার পরে ও নিশ্চয় হট প্যান্ট পরব, শ্রাবন্তী

শ্রাবন্তি চট্রোপাধ্যায় ভারতীয় বাওংলা সিনেমার একজন আলোচিত নাম। তিনি তার অসাধারণ অভিনয় দক্ষত্তা ও সুন্দর, গ্লামার চেহারারর জন্য দর্শক মহলে এক সুপরিচিত নাম। শ্রাবন্তি চট্রোপাধ্যায় ভাওরতীয় বাংলা সিনেমার একজন সফল অভিনেত্রী।

তিনি ১৯৯৭ সালে মায়ার বাধন-এ অবিনয় করে উনার চলচ্চিত্র জিবন শুরু করেন। সেই সিনেমায় দারুন অভিনয় করে সবার মনে কাড়েন তিনি। তারপর থেকে টিভি পর্দার একজন নিয়মিত অভিনেত্রী হিসেবে কাজ করতে থাকেন শ্রাবন্তী।

শ্রাবন্তী সবসময় সুন্দর সুন্দর ছবি উপহার দিয়ে যেমন আলোচনায় থাকেন সর্বমহলে, ঠিক তেমনি তিনি তার কিছু কার্যকলাপের মাধ্যমে আরো বেশি আলোচনায় বা সমালোচনার কেন্দ্র-বিন্দুতে থাকেন সবসময়। যেমন তার বিয়ে নিয়ে বা মাঝে মাঝে এমন কিছু কথা বলে থাকেন যা সারা বছর জুড়েই চর্চা হতে থাকে বাঙালী মানুষের মুখে মুখে।

কিছুদিন আগেই হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রির FAFDA (Films and Frames Digital Film Awards) পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গ্র্যান্ড লঞ্চে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা।

করোনা পরিস্থিতির জন্য গত বছর চালু হয় ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। নীল রায় ও তন্ময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ডিজিট্যাল অ্যাওয়ার্ড শো এটি। বিভিন্ন জনপ্রিয় ক্যাটিগরি রয়েছে, যেখানে অনলাইনে ভোট দেওয়া সম্ভব। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের কাছে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন অভিনেত্রী।

স্বভাবে হাসিখুশি মেজাজের শ্রাবন্তী। সহাসী মন্তব্য রাখতেও পিছনা হননি তিনি। এদিন পরমব্রতর সঙ্গে ক্যান্ডিড প্রশ্ন উত্তর পর্বে জানান, ভেতো বাঙালি তিনি। মটন খেতে দারুণ পছন্দ করেন। প্রিয় মানুষের নাম উঠতেই ছেলে ঝিনুক, তিন পোষ্য এবং বাবা-মায়ের নাম নেন। এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছে, যখন শাশুড়ি হবেন তখনও মন চাইলে হট প্যান্ট পড়বেন। অর্থাৎ, ঝিনুকের বিয়ের পরেও বোল্ড লুকে ধরা দিতে কোনও আপত্তি নেই তাঁর। অভিনেত্রী ভিডিয়ো শেয়ার করতেই হু হু করে ভাইরাল।

শ্রাবন্তী নিজে যেমন আনন্দ প্রিয় মানুষ তাই নিজের আশেপাশের মানুষদেরও যেন আনন্দে মাতিয়ে রাখতে চান তিনি। তাইতো বছর জুড়ে শ্রাবন্তীর মুখ থেকে আমরা বিভিন্ন প্রকার অকপট কথা বার্তা শুনে থাকি।

About Shariful Islam

Check Also

১০ বছরের মান অভিমান শেষের পর বলিউড থেকে আবার বাংলা সিনেমায় ফিরছেন জনপ্রিয় টলিউড সুপারস্টার

সাম্প্রতিক কালে কিছু সফল বাংলা সিনেমার হাত ধরে টলিউডের হাল ফিরেছে। ফলে আবার ঘুরে বেড়াচ্ছে …