Breaking News

ভারতে চার পা, দুই লিঙ্গ নিয়ে নবজাতকের জন্ম

ভারতে এক নবজাতক চার পা ও দুই লিঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছে। অবশ্য চিকিৎসকরা একটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকটির বাড়তি অঙ্গ নির্মূল করতে সক্ষম হয়েছেন। খবর সিএনএনের।বৃহস্পতিবার বেঙ্গালুরু নারায়না হেলথ সিটি হাসপাতালের চিকিৎসকরা এক সংবাদ সম্মেলন করে শিশুটির অস্ত্রোপচারকালীন জটিলতার কথা তুলে ধরেন।

চিকিৎসকরা জানান, শিশুটির নাম এখনো রাখা হয়নি। নবজাতকটি পলিমেলিয়ায় আক্রান্ত হয়ে জন্মগ্রহণ করেছে। পলিমেলিয়া হচ্ছে এমন একটি বিরল জন্মগত সমস্যা- যার কারণে দেখে অতিরিক্ত হাত-পা বা অন্য কোনো অঙ্গ তৈরি হয়। তবে অস্ত্রোপচারের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।

নারায়ন সিটি হাসপাতালে জ্যেষ্ঠ শিশু বিশেষজ্ঞ ও সার্জন ড: সঞ্জয় রাওয়ের নেতৃত্বে শিশুটির অস্ত্রোপচার সম্পন্ন হয়।
তিনি বলেন, ‘আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে এই ধরনের সমস্যা বিভিন্ন সময়েই হতে পারে।

সঞ্জয় রাও সিএনএনকে জানান, শিশুটির মা-বাবা এই সমস্যাটি প্রকাশ্য আলোচনা করতে তাকে অনুমতি দিয়েছেন।
ক্লিনিক্যাল ইমেজ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়, পলিমেলিয়া একটি জেনেটিক ডিজঅর্ডার। ক্রোমোজোমের অস্বাভাবিকতা এবং পরিবেশগত উপাদানের কারণে এ সমস্যা হতে পারে।

ডা: সঞ্জয় রাও বলেন, ‘এ অবস্থা তৈরি হতে পারে যখন ভ্রূণ বিকশিত হয়ে জোড়া যমজ শিশু সৃষ্টি হয়। কিন্তু যখন যমজদের একজন শারীরিক বৃদ্ধি থেমে যায় তখনই অতিরিক্ত হাত-পা বা অন্যান্য অঙ্গ তৈরি হয়। আর এই অতিরিক্ত অঙ্গগুলো বাকি যজম শিশুটির শরীরের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। বেঙ্গালুরুর শিশুটির ক্ষেত্রে এমনটাই ঘটেছে। একে বলা হয় প্যারাস্টিক টুইনস বা পরজীবী যমজ।’

সঞ্জয় রাও জানান, মূল শিশুটির ভেতরে বিদ্যমান অতিরিক্ত যমজ শিশুর অঙ্গ নির্মূল করতে গত সপ্তাহে অস্ত্রোপচার করা হয়। পুরো প্রক্রিয়াটি ছিল অনেক জটিল।অস্ত্রোপচারটি সম্পন্ন করতে চিকিৎসক, নার্স এবং টেকনিশিয়ানদের ২০ জনের একটি দল কাজ করেছে।

চিকিৎসক সঞ্জয় রাও বলেন, ‘নবজাতকের দৈহিক গঠনতন্ত্র স্বাভাবিক ছিল না। শিশুটির অ্যানাটমি পরিষ্কারভাবে নিরূপণ করতে অস্ত্রোপচারের আগে অনেক পরিশ্রম করতে হয়েছে। কারণ মূল শিশুটির ভেতর আরেকটি শিশুর অস্তিত্ব ছিল।

রক্তক্ষরণ এড়াতে শিশুটির রক্তনালি চিহ্নিত করতে হয়েছে। তাছাড়া মূল অস্ত্রোপচারের আগে আমাদের প্রচুর পূর্বপ্রস্তুতিমূলক কাজ করতে হয়েছে। আমরা একটি রোড ম্যাপ করেছি যাতে অস্ত্রোপচারের সময় তা কাজে লাগে।’

About Shariful Islam

Check Also

Viral video : মদের নেশায় বুঁদ এক ব্যক্তি, তেড়ে গেলেন একজোড়া কুমিরের দিকে, তারপর যা হল

বর্তমান যুগে আট থেকে আশি মানুষ কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। ধীরে …