শ্রাবন্তী চট্টোপাধ্যায়, একসময় টলিউডে পর্দায় ছিলেন বঙ্গসুন্দরী নায়িকা। জিৎ, দেব সহ একাধিক নায়কের সঙ্গে বেঁধেছেন জুটি। বয়স বাড়লেও এখনো তার রূপের জেল্লা অবাক করে সকলকেই। কারণ এখনো একইভাবে সৌন্দর্য ঝরে পড়ে শ্রাবন্তীর কায়া থেকে।তবে শুধু শ্রাবন্তী নয়, তার দিদিও বেশ সুন্দরী। একপলক দেখলে দুজনকে গুলিয়ে ফেলতেও পারেন আপনি। অনেকটা একইরকম দেখতে শ্রাবন্তী এবং তার দিদি স্মিতা, যিনি সিনেমা জগতেই বেঁধেছেন নিজের ঘর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায় দেখা গেছে দুই বোনকে। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করেছেন। আর এই ছবিতে দেখা যাচ্ছে দুই বোনকে। শ্রাবন্তীর পাশে দাঁড়িয়ে ছিলেন তার খালা স্মিতা ঘোষ। দুজনেই ওয়েস্টার্ন পোশাকে এই ছবি ধারণ করেছেন।
শ্রাবন্তী একটি সোনালি-চকোলেট রঙের ডিপ-কাট স্লিভলেস ওয়ান-পিস পরেছেন। মুখে হালকা মেকআপ, ঠোঁটে স্কিনি লিপস্টিক। অন্যদিকে তার বোন স্মিতা পরেছেন সাদা-কালো ডিজাইনের টপ। মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক। তবে দুজনের হাইলাইট করা চুল নজর কেড়েছে এই ছবিতে। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘আমরা দুই বোন’।
দুই বোনের সৌন্দর্য এখন বিস্মিত। এই পোস্টের কমেন্ট বক্সে লক্ষ্য করলে দেখা যাবে নানান মশলাদার কমেন্টের ফোয়ারা। কেউ লিখেছেন, ‘দুজনেই দেখতে সুন্দর’; কেউ আবার লিখেছেন, ‘বুড়ো হয়ে যাচ্ছে মনে হয়’; কেউ সরাসরি তার মনের কথা জানিয়ে লিখেছেন, ‘তুমি বরাবরই আমার প্রিয়। বারবার তোমার সৌন্দর্যের প্রেমে পড়া। আরেক ভক্ত লিখেছেন, ‘দুই বাঙালি বাঘ’।
প্রসঙ্গত, শ্রাবন্তীর বোন স্মিতা ২০১৬ সালে টলিউড অভিনেতা সুজয় ঘোষের সাথে গাঁটছড়া বাঁধেন। তার বিয়ের পর, তাকে রূপালী পর্দায় কয়েকবার পার্শ্ব ভূমিকায় দেখা যায়। তবে স্মিতা দেবী অভিনয় জগতে তেমন পরিচিত ছিলেন না। বরং সংসারকে ঘরের অর্থ দিয়েছেন। গত বছর একটি ছেলের জন্ম দেন স্মিতা ঘোষ।