Breaking News

এক মাস হয়ে গেল ঐন্দ্রিলা নেই, অন্তরাল থেকে বেরিয়ে যা বললেন প্রেমিক সব্যসাচী!

অন্দ্রিলা নেই এক মাস হয়ে গেল। নভেম্বরের 20 তারিখ টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা 24 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই 24 বছরের জীবনে তিনি ক্যান্সার নামক মরণব্যাধিতে দুইবার পরাজিত করেছেন। তারপরও তার শেষ রক্ষা হলো না, ছেড়ে চলে যেতে হয়েছে কাছের মানুষ দের, রেখে গেছেন অসংখ্য স্মৃতি যা প্রতিনিয়ত প্রিয়জনদের কাদায়।

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা অসুস্থ হওয়ার পর তার পরিবার ছাড়াবো তার সাথে ছায়ার মত সঙ্গি হিসেবে থেকেছেন পঞ্জিকার কাছের বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী। তার এই অকাল মৃত্যুতে সবাই শুকাহত, পরিবার পরিজন তার মৃত্যুকে মেনে নিতে পারছেন না মেনে নিতে পারছেন না তার বন্ধু সভ্য সাচি চৌধুরী ও। ইন্দিরা শর্মার মৃত্যুর পর সব্যসাচী আর কোথাও দেখা যায়নি।

সব্যসাচী তার সব ধরনের সোশ্যাল মিডিয়া একাউন্ট বন্ধ করে দেন। তখন সব্যসাচীর কাছের বন্ধুদের থেকে সংবাদ মাধ্যম কর্মীরা সব্যসাচীর খোঁজ খবর নিয়েছিলেন। কিন্তু তার সাথে কোনভাবেই যোগাযোগ করা যায়নি অভিনেত্রী কোন জেলার মৃত্যুর এক মাস পর প্রকাশ্যে আসেন সব্যসাচী। ফোনে যোগাযোগ করেন একজন সংবাদকর্মীর সাথে। কন্টেনার মৃত্যুর পর এই প্রথম বার সংবাদমাধ্যমে যোগাযোগ করে সব্যসাচী জানান তিনি কিছুটা ভালো আছেন, কিন্তু তারেই ভালো আছি কথাটির মধ্যে কেমন যেন একটা উদাসীনতা ছিল বলে উল্লেখ করেন ফোনে কথা বলা সেই সংবাদকর্মী।

About Shariful Islam

Check Also

বিবাহিত অথবা অবিবাহিত সকলের পড়া উচিৎ- এক করুণ কাহিনী

এক রাতে কাজ শেষে বাসায় ফেরার পর আমা’র স্ত্রি প্রতিদিনের মত আমাকে নিয়ে রাতের খাবার …