সম্প্রতি জি বাংলার একটি জনপ্রিয় সিরিয়াল ‘জগধাত্রী’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি। এই সিরিয়ালটি শুরু থেকেই টিআরপি চার্টে খুব ভালো কাজ করছে। বর্তমানে, শুধুমাত্র জগদ্ধাত্রীকে কয়েক সপ্তাহ ধরে টিআরপি চার্টে দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে।
অন্যান্য সিরিয়ালের মতো সংসার কুট কাচালি ছাড়াও গোয়েন্দা ধর্মী এই সিরিয়ালে একটি গল্প শুরু করেছেন, যা দর্শকদের কাছে খুব স্মরণীয়। কিন্তু এখন একটা খবর বেরিয়েছে যে শোনা যাচ্ছে জগদ্ধাত্রীতে ঢুকতে চলেছেন এক নতুন চরিত্র। আর থাকবেন একজন জনপ্রিয় অভিনেত্রী।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ছিল পিলু। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা গৌরব রায় চৌধুরী ও অভিনেত্রী মেঘা ডাঁকে। সিরিয়ালটি শেষ হওয়ার কয়েক মাস হয়ে গেছে কিন্তু অভিনেতা গৌরব একটি নতুন সিরিয়াল নিয়ে ফিরে এসেছেন। জি বাংলার রাঙা বউ সিরিয়ালে শ্রুতি দাসের সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা।
কিন্তু তারপর থেকেই ভক্তরা মেঘাকে আবারও ছোট পর্দায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছেন। শোনা যাচ্ছে ভক্তদের এই আশা পূরণ হবে। খুব শিগগিরই জগদ্ধাত্রীতে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী মেঘা দানি। আর দর্শকরা মনে করছেন বোমাস্টিক প্রোমো দিয়ে ধীরে ধীরে চলছে।
এই খবর প্রকাশ্যে আসতেই পিলুর ভক্তরা খুবই খুশি। কারণ দীর্ঘ কয়েক মাস পর আবারও মেঘাকে ছোট পর্দায় দেখতে যাচ্ছেন তারা। প্রসঙ্গত, মেঘার ছোট পর্দার যাত্রা শুরু হয় জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স থেকে। এরপর পিলু ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান তিনি।