Jagadhatri :আর জগদ্ধাত্রীতে দেখা যাবে না এই নায়িকাকে! হঠাৎ কাজ ছেড়ে চলে গেলেন অন্য চ্যানেলে!

এমনকি যাদের অভিনয় সম্পর্কে কিছুটা বোঝাপড়া আছে তারাও জানেন যে প্রধান চরিত্রে অভিনয় করার চেয়ে ভিলেন চরিত্রে অভিনয় করা অনেক বেশি কঠিন, কারণ গল্পটি বেশিরভাগই প্রধান চরিত্রকে ঘিরে। কিন্তু ভিলেন চরিত্র যদি মানুষের মনে জায়গা করে নিতে পারে, সেটাই আসল অভিনয়।

সম্প্রতি ধারাবাহিকে একের পর এক চমক চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। বড় পর্দায় কাজ করে দর্শকদের মন জয় করেছেন তিনি। এখন টিআরপি তালিকার শীর্ষ সিরিয়াল ‘জগধাত্রী’-তে কাজ করছেন।

এখানে তাকে প্রধান চরিত্র জগদ্ধাত্রীর সৎ মায়ের ভূমিকায় দেখা যায়, যার নিজের একটি মেয়েও রয়েছে। সৎ মায়ের চরিত্রটি সাধারণত পর্দায় দেখানো হয়, এখানে তিনি ঠিক একই রকম।

নিজের মেয়েকে ছাড়া জগদ্ধাত্রীকে সে পাত্তা দেয় না। এদিকে দুর্ভাগ্যবশত জগদ্ধাত্রীর বিয়ে হয়ে যায় মেহেন্দির শ্বশুরবাড়িতে। তাই তিনি সেখানেও নানা কাজ করতে থাকেন।

তবে এবার সান বেঙ্গল ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে শুরু হওয়ার কথা। ধারাবাহিকটির নাম ‘ফাগুনের মোহনা’। জানা গেছে, তাকে খল চরিত্রে নয়, গ্রামের মধ্যবিত্ত পরিবারের নারী হিসেবে দেখা যাবে।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …