এইমাত্র পাওয়া : মিঠাই সিরিয়াল থেকে ৫ জন বাদ

হঠাৎ করে মিঠাই নাটকের টাইম লিপ শেষ হতে চলেছে। আর সেই কারণেই একের পর এক জনপ্রিয় চরিত্র মিঠাই ধারাবাহিক থেকে অভিনেতা অভিনেত্রীদের বাদ দিতে হচ্ছে।

এবার একসাথে পাঁচ তারকা বাদ পড়লেন মিঠাই ধারাবাহিক থেকে ইতিমধ্যে কয়েক জন অভিনেতা অভিনেত্রীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না।

আর কয়েকদিন পরে আরো কিছু অভিনেতা এবং অভিনেত্রীকে কিন্তু আমরা দেখতে পাবো না। আর কয়েক দিন পর কিন্তু মিঠাই নাটকের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী মিঠাই আর শশুর এবং শাশুরী কে কিন্তু আমরা দেখতে পাবনা।

তার সাথে মিঠাই ধারাবাহিক নাটকের প্রধান খল নায়ক আদিত্য আগরওয়াল কেও আমরা নাটকের টাইম লিপ এর পর আর দেখতে পাব না

এই তিন জনকে মিস করলেও দর্শকরা তেমন একটা দুঃখ পাবে না কিন্তু আর পর যে দুই অভিনেতা এবং অভিনেত্রী বাদ পরবে তাদের জন্য একটু দুঃখ পাবে বটেই সিড এর দাদু, ঠাম্মি টাইম লিপের পর থেকে মিঠাই ধারাবাহিক নাটকের দাদো আর ঠাম্মি কেও দেখতে পাওয়া যাবে না

মানে ঐ চরিত্র গুলো আর মিঠাই নাটকে থাকবে না। সম্ববত এটাই দেখানো হবে যে দাদু আর ঠাম্মি মারা গিয়েছে তাহলে একসাথে মিঠাই ধারাবাহিক নাটকে পাঁচ পাঁচ জন অভিনেতা এবং অভিনেত্রী চলে যাচ্ছেন। তাহলে এই পাঁচ জন এর মধ্যে কমেন্ট করুন

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …