Breaking News

তেজস্বীর বিছানায় পছন্দের পজিশনের কথা জানালেন চলুন জেনে আসি

কঙ্গনার প্রশ্ন ছিল, কর্ণ না কি তেজস্বী, কে বেশি ভাল চু’মু খেতে পারে। তাতে তেজস্বী জানান, তাঁরা দু’জনেই ভাল। তবে প্রথম ঠোট মেলাতে তিনি ছিলেন বেশি বিছানায় তেজস্বী সব সময় উপরে থাকতে ভালবাসে।
কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো ‘লক আপ’-এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত হয়ে ‘বেডরুম সিক্রেট’ প্রকাশ করেছেন কর্ণ কুন্দ্রা।

কঙ্গনার ‘লক আপ’-এ অভিনেতা-পরিচালক করণ এবং তাঁর বান্ধবী অভিনেত্রী তেজস্বী প্রকাশ একটি নাচের রুটিন পরিবেশন করেছিলেন। এরপর কর্ণ-তেজশ্বীর সঙ্গে ‘ফান গেম’ খেলেন কঙ্গনা। সেখানে কিছু দুষ্টু প্রশ্নের মুখোমুখি হন দম্পতি।

করণ-তেজস্বীর জমকালো নাচের পরে, কঙ্গনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিছানায় উপরে থাকতে কে পছন্দ করে। করণের উত্তর ছিল, “তেজস্বী সবকিছুর উপরে থাকতে পছন্দ করেন।” তার উত্তর শুনে, নাগিন অভিনেত্রী কার্যত লজ্জা পেয়েছিলেন। শুধু তাই নয়, করণের অকপট স্বীকারোক্তিতে প্রতিযোগী এবং দর্শকরাও হতবাক।

শুধু তাই নয়, কঙ্গনার প্রশ্ন ছিল, কে ভালো ঠোঁট মেলাতে পারে, করণ নাকি তেজস্বী? তেজস্বী বলেন, দুজনেই ভালো। তবে প্রথম চুম্বনেই সেরা ছিলেন তিনি। কর্ণ ‘লক আপ’ গ্র্যান্ড ফিনালেতে জেলারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

আর তেজস্বী খেলেছেন ‘কুইন কার্ড’। রোববার লক আপের ফাইনালে জিতেছেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকী। জিতেছেন ২০ লাখ টাকা পুরস্কার।

About Shariful Islam

Check Also

মা হতে চলেছেন টলি জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক? ভাইরাল বেবি মাম্মার মিষ্টি হাসির ছবি

বাংলা ইন্ডাস্ট্রি একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। সেই সঙ্গে তার স্বামী হলেন একজন জনপ্রিয় …