এই মুহূর্তে টলিউডের নায়িকাদের মধ্যে যদি কোন জনপ্রিয় নায়িকার কথা মাথায় আসে প্রথমে আসবে মধুমিতা সরকার। একের পর এক ওয়েব সিরিজ এবং বড় পর্দায় কাজ করে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার । একদিকে তেলুগু ছবির কাজে ব্যস্ত মধুমিতা। আবার অন্যদিকে মুক্তির অপেক্ষায় এর পরবর্তী ছবি দিলখুশ।দুদিকেই ব্যস্ততায় এই জনপ্রিয় অভিনেত্রী একদিকে তেলুগু ছবি প্রচার করতে ব্যস্ত অন্যদিকে নতুন সিরিজে কাজ করতে ব্যস্ত।
এর মধ্যেই আবার নতুন খবর এসে গেল আরো একটি। এর সাথে সাথেই এবার আসছে মধুমিতার নতুন সিরিজ “জাতিস্মর”
সাধারণত জাতিস্মর বলতে বুঝায় পূর্বজন্ম কে বিশ্বাস করা। জাতিস্মর বলা হয় তাদেরকে যারা পূর্বজন্ম মনে রাখার ক্ষমতা যাদের থাকে । জাতিস্মর নিয়ে কথা বললেই বাঙালি দর্শকের মনে সৃজিত মুখোপাধ্যায় ছবির কথা মনে পড়ে যায় বাঙালির মনে । মধুমিতা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সৃজিত মুখোপাধ্যায় ছবির সাথে কোন মিল নেই। মধুমিতা নিজেই জানিয়েছেন বললেন যে ঐ ছবির সাথে কোন মিল নেই জাতিস্মর ছবির সাথে ।
মধুমিতার এই সিরিজ়ের সাথে পরিচালনা করবেন ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর সানি ঘোষ রায়। আর সম্প্রতি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে মধুমিতা নিজে জানিয়েছেন যে জাতিস্মর মানে যিনি নিজের পূর্বের জন্মের কথা বলতে পারেন । আর প্রেমের গল্প বিভিন্ন ধরনের হয় ।হয়তো ছবির মূল বিষয়টা এক হয় কিন্তু গল্প, প্রেক্ষাপট , অভিনয় সবগুলোই একেবারে ভিন্ন রকম। তাই অনেকেই এতোটুকু ভাবতে পারেন যে সৃজিতা ছবি বা আমার এই নতুন সিরিজের মূল ভাবনা হয়তো এক । কিন্তু এটা আপনাকে বলতে হবে যে গল্পটা একেবারে অন্যরকম যা সৃজিতা ছবির সাথে মিল নেই।
এই জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা নতুন চরিত্রের সঙ্গে নিজেকে গড়ে তুলতে ভালোবাসেন । তাই এই কাজটা করতে তাকে আরো বেশি উৎসাহ দিয়েছেন । মধুমিতা এই মুহূর্তে বাঙালি দর্শকের সামনে অন্য রকম ভাবে তুলে ধরতে চান।যাতে দর্শক তার ছবি এবং প্রত্যেকটি সিরিজ দর্শক সুন্দর ভাবে উপভোগ করতে পারে । একদিকে তার নতুন সিরিজ ‘দিলখুশ’ এর প্রচার কাজ চলছে অন্যদিকে এই মাসের শেষ দিক থেকেই শুরু হয়ে যাবে আরো একটি নতুন সিরিজ এর শুটিং । তাছাড়া খুব শীঘ্রই আরো একটি হিন্দি সিরিজ এর কাজ করা কথা আছে এই জনপ্রিয় নায়িকা মধুমিতার ।