Breaking News

আবার ধামাকা করতে জাচ্ছে ‘মিঠাই’, মিঠি ক্ষতি করতে চলেছে মিঠাই-র, ফাঁস হলো সিরিয়ালের নতুন ট্র্যাক

দেখতে দেখতে পুরো দুইটা বছর পার হয়ে গেল জি বাংলার সিরিয়াল ‘মিঠাই’। তবে এখনও পর্যন্ত দর্শকরা এই সিরিয়ালের Bengali Serial উপর থেকে আগ্রহ হারাননি। ভক্তদের কাছে যেন আবেগের অপর নাম ‘মিঠাই’। ধারাবাহিকের প্রতিটি সদস্য যেন ঘরের মানুষ হয়ে উঠেছেন।

সত্যি কথা হচ্ছে, সৌমিতৃষা কুন্ডু এবং আদৃত রায় তো এই মুহূর্তে দর্শকের কাছে সবচাইতে সেরা জুটি। সে মিঠাই রূপেই হোক বা মিঠি রূপেই হোক। এই যেমন, কিছুদিন আগেই মানুষ ধরে নিয়েছিল যে, হয়ত আর বেঁচে নেই মিঠাই । তখন মিঠিকেই আপন করে নিয়েছিল সবাই। কিন্তু সবাইকে চমকে দিয়ে মেয়েকে কোলে নিয়ে মিঠাই আবার ফিরল গল্পে।

যদিও তারা এখনও দেখা করেনি। কিন্তু মিঠাইকে খুঁজতে উঠে পড়েন সিদ্ধার্থ। যদিও পরিবারের কেউ তাকে বিশ্বাস করে না, মিথি শুধুমাত্র সিদ্ধার্থের কথায় বিশ্বাস করে এবং মিঠাইকে খুঁজে পেতে সাহায্য করতে এগিয়ে আসে। সেও মিষ্টি তৈরি করতে বাকের বাজারে যায়। যাতে কেউ তাকে দেখে মিষ্টি করে কথা বলে। তাহলে বোঝা যাবে মিষ্টি আছে কি নেই।

এদিকে, মিঠাইয়ের আসন্ন ট্র্যাকটিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একেবারে নতুন লুকে হাজির হয়েছেন মিথি। সম্প্রতি তিনি নিজেকে মেলে ধরেছেন সম্পূর্ণ আধুনিক লুকে। সে আর আগের মতো সরল মেয়ে নেই। মিঠাই ফিরলে তিনি ভিলেন হয়ে গেছেন!

মিথির এই নতুন লুক দেখে অবাক হয়েছেন দর্শকরা। হঠাৎ তার চরিত্রের এই পরিবর্তন তাদের মাথায় আঘাত করেছে। তবে বলে রাখি, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসলে, কিছু সময় মিঠাই ভক্তরা তাদের নিজস্ব গল্প তৈরি করে। আসলে, একজন ভক্ত সৌমিত্রিশের সিরিয়াল ‘কেন বউ’-এর লুকের উপর ভিত্তি করে নিজের গল্প সাজিয়েছেন।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …