Breaking News

বৌমা-ছেলেকে কাছাকাছি দেখেই দরজা ভাঙতে গেলেন শাশুড়ি! কৃষ্ণার আচরণে নিন্দার ঝড় চলছে নেট দনিয়ায়

জী বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিক এখনও পর্যন্ত টিআরপি তালিকায় সেরা দশে নিজের জায়গা ধরে রেখেছে। ধারাবাহিকে সৃজন পর্ণার জুটির এক অন্যরকম রসায়ন, সাথে এক মা ছেলের বর্তমান সমাজে দাঁড়িয়ে বৌমার প্রতি মানসিক অত্যাচার দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। ছেলের বিয়ে দেওয়ার পরও ছেলেকে নিয়ে মায়ের অতিরিক্ত অধিকার বোধ দর্শকের কাছে চক্ষুশুল হয়ে উঠেছে।

বিয়ের পর থেকেই দত্তের বাড়ির বউ হওয়ার কারণে একের পর এক নতুন ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে পর্ণাকে। আর প্রথমবারের মতো নিজের বাড়ির লোকজনকে একটা কথাও বলতে পারেনি সৃজন। কিন্তু শ্রীজন মুখ না খোলা পর্যন্ত ব্যাপারটা একটু অন্যরকম ছিল। বর্তমানে সৃজনের মা যখন দেখেন যে সৃজন বাড়ির সঙ্গীদের নিয়ে পর্ণার কথা বলছে।

তখনই সে অন্যরকম দুষ্টুমি করার কথা ভাবল। তিনি মনে করেন যে পর্ণা তার ছেলে অর্থাৎ সৃজনকে ধরে রাখার চেষ্টা করছে। আর একদিন পারনাই হবে এই বাড়ির কর্তা। সেও মনে মনে ভেবেছে পর্ণা সৃজন তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর তার চিন্তাকে আরও সমর্থন করেছিল বাড়ির বড় মহিলা মৌমিতা। কারণ সে তার বোনের সাথে সৃজনের বিয়ে চায়।

তাই সে পর্ণা ও সৃজনকে আলাদা করার জন্য উপরে উঠে গেল। এছাড়াও, সৃজনের মা মাঝে মাঝে এমন কিছু করেন যা দর্শকদের কাঁপিয়ে তোলে। ছেলে বাড়িতে থাকাকালীন উঁকি দেয়। মধু পেতে কথা বলুন। আর ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ত্রয়ী জোর করার চেষ্টাকে সমর্থন করে।

সম্প্রতি এই সিরিয়ালের একটি নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। আর এই প্রোমো নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নেটপাড়ায়। এটি সিরিয়ালের একটি দোল স্পেশাল প্রোমো। যেখানে দেখা যায় শ্রীজন বাথরুমে থাকার সময় ভুল করে বাথরুমে ঢুকে পড়েন পর্ণা। কিন্তু পর্ণা বাইরে গেলে সৃজন তার হাত ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়।

তারা তাদের ছোট্ট একান্ত মুহূর্ত কাটাচ্ছিল যখন শ্রীজানের মা বাইরে থেকে ছুটে আসেন। আর অয়নকে বাথরুমের দরজা ভাঙতে বলে। আর এর পাশাপাশি মৌমিতা সৃজনের মাকে ফিসফিস করে বলতে শোনা যায় যে শ্রীজন আর পর্ণা একসাথে বাথরুমে আছে। আর এমন প্রোমো দেখে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে শ্রীজানের মাকে নিয়ে।

About Shariful Islam

Check Also

ময়ূরী’র পেট থেকে কথা বের করলেন রচনা বাড়িতে নিষেধ সত্ত্বেও কার জন্য রাঁধেন মাংস?

দিদি নম্বর ওয়ানে হাজির ইচ্ছে পুতুলের টিম। জমিয়ে চলল আড্ডা। কথা কথায় সামনে এল নানান …