টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ও শুভাশী গাঙ্গুলী। তারা তাদের সুন্দর মায়াভরা চেহারা দিয়ে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে এবং এখনও মন্ত্রমুগ্ধ করছে। তাদের সবচেয়ে বড় গুণ হল তারা চলচ্চিত্রে তাদের চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে এবং এই কারণে তারা দর্শকদের কাছে ভালভাবে গ্রহণ করেছে।
অপরদিকে মৌনি রয় একজন বলিউড সুন্দরী ও ইয়ংস্টার। মৌনি রুপে গুণে যেমন আকর্ষিত ঠিক তেমনি তার অভিনয় দক্ষতা ও। মোউনি নাগিন সিরিয়াল দিয়ে বীশ আলোচনায় আসেন। এখন তিনি বলিউড চলচ্চিত্রে কাজ করছেন। জনপ্রিয় এই ইয়ংস্টার নায়িকা হাজারো যুবকের মনে বসবাস করছে তার রুপের জন্য।
খুব শীঘ্রই জি বাংলায় সম্প্রচারিত হতে চলেছে ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। এবারেও মহাগুরুর সিংহাসনে অবশ্যই থাকছেন মিঠুন চক্রবর্তী । অপরদিকে বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী শ্রাবন্তী চট্টোপাধ্যায় , মৌনি রায় ।
এই প্রথমবার মৌনিকে দেখা যেতে চলেছে বাংলা রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে। ৩১ শে জানুয়ারি ছিল জি বাংলার তরফে ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রেস কনফারেন্সে। তাতে যোগ দিয়েছেন মহাগুরু সহ তিন নায়িকা-বিচারক। তবে এদিন এক ফ্রেমে ধরা দিলেন তিন নায়িকা।
শুভশ্রী, শ্রাবন্তী ও মৌনি তিনজনে অবলীলায় শেয়ার করলেন ফ্রেম। এদিন মৌনির পরনে ছিল অফ হোয়াইট রঙের সিকুইনড বর্ডার দেওয়া শাড়ি ও ফুলস্লিভ সিকুইনড ব্লাউজ। হালকা মেকআপ ও খোলা চুলে নজর কেড়েছেন তিনি। তবে কানে ছিল ভারি ইয়ারিং।
শুভশ্রী পরেছিলেন লাল রঙের শাড়ি যাতে ছিল সিকুইনের কারুকার্য ও একই রঙের থ্রি-কোয়ার্টার ব্লাউজ। কপালে ছোট্ট টিপ ও কানে ঝুমকি পরেছিলেন তিনি। চুল খোলা রেখে হালকা মেকআপ করেছিলেন শুভশ্রীও। শ্রাবন্তীর পরনে ছিল গাঢ় বেগুনি রঙের সিকুইনড শাড়ি ও ফুলস্লিভ ব্লাউজ। লেটেস্ট ট্রেন্ড মেনে তাঁর মেকআপও ছিল হালকা ও চুল খোলা ছিল। কানে ছিল মেরুন রঙের স্টোন স্টাডেড ইয়ারিং।