নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি। নিজেদের রসায়নের কারণে শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চা করছেন তারা। তবে সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে গেছে। শোনা যাচ্ছে বিচ্ছেদ হতে চলেছেন তারা! নীল তার জন্মদিনেও ত্রিনার সাথে দেখা করেনি। সব মিলিয়ে তাদের বিচ্ছেদের খবর বেশ শোরগোল ফেলেছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।
নীল ইতিমধ্যে এই বিদ্রুপ শুনে হেসেছে। তার কথায়, ত্রিনার জন্মদিনের ছবিও শেয়ার করেছেন তিনি। তবে ছবিটি কয়েকদিন পুরনো হওয়ায় অনেকেই দেখেননি। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার পেজে সবকিছু দেখানো সম্ভব নয়। কিছু জিনিস তাদের কাছে খুবই ব্যক্তিগত। অভিনেতার কথায় উঠে এল ত্রিনার অসুস্থতার কথাও। বাড়তি ডায়েট মেইনটেইন করায় চাপ কমে গেছে অভিনেত্রীর। কাজের চাপও আছে।
এবারও একই সুর শোনা গেল ত্রিনার কথায়। অভিনেত্রী বলেন, আজকাল বেশিরভাগ মানুষের জীবনই আটকে আছে সোশ্যাল মিডিয়ায়। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় হাসিখুশি ছবি শেয়ার করে তাহলে তারা ভালো না হয়। বিষয়টি ভিত্তিহীন বলে মনে করেন এই অভিনেত্রী। বিস্তারিত না জানিয়ে অভিনেত্রী বলেছেন যে তিনি নিলের সাথে ভালো আছেন। উল্লেখ্য, অভিনেত্রী বর্তমানে তার আসন্ন সিরিয়াল ‘বালিঝাড়’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
ফেব্রুয়ারিতেই টেলিভিশনের পর্দায় আসছে তার এই ধারাবাহিকটি। অন্যদিকে নিল ব্যস্ত তার সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ নিয়ে। এই মুহূর্তে তারা ইন্ডাস্ট্রির অন্যতম সফল দুই তারকা, তবে আলাদা করে বলার অপেক্ষা রাখে না।