নুসরাত জাহান ধোয়া তুলসী পাতা” নয়! খুলামেলায় নিজের ক্যারেক্টার সার্টিফিকেট দিলেন নুসরত!

সম্প্রতি টলিউডের একজন অভিনেত্রী বিতর্কিত হলেন নুসরাত জাহান। তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক সময় সমালোচনা হতে দেখা যায়। তবে তিরি সেই সকল সমালোচনাকে যে একেবারেই পাত্তা দেন না তা তিনি নিজেই বহু সাক্ষাৎকারে বহু জায়গায় বলেছেন। তাই নিজের সিদ্ধান্তে নিজের জীবন চালানোতেই বিশ্বাসী নুসরাত জাহান।

তবে এবার নেট মাধ্যমে আবার একটি নতুন ছবি শেয়ার করার মাধ্যমে সমালোচনা সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী নুসরাত খানকে। প্রসঙ্গত এদিন নিজের একটি ফটো শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন ‘আনহোলি’। আর এই শব্দের বাংলা অনুবাদ করলে হয় অপবিত্র। এরপরই কমেন্টে তাকে নেটিজেনদের একাংশ কটাক্ষ করা শুরু করেন।

তারা বলেন এই প্রথমবার বোধহয় অভিনেত্রী কোন সঠিক কথা বললেন। তবে অভিনেত্রী কিন্তু নিজেকে অপবিত্র বলতে এই শব্দ ব্যাবহার করেননি।বরং একটি জনপ্রিয় ইংরেজি গান ‘আনহোলি’ নিজের ছবির সঙ্গে লাগিয়েছিলেন তিনি। সঙ্গে ছবির ক্যাপশনেও সেই কথাই তুলে ধরতে চেয়েছিলেন অভিনেত্রী নুসরাত খান।

তবে নেটিজেনদের একাংশ তাকে আক্রমণ করেছে যখন তখন তার অনুগামীদের তিনি পাশে পেয়েছেন । যারা বলেছে তাদের প্রিয় অভিনেত্রী বরাবরের মতোই অসাধারণ সুন্দর লাগছে। সেই কটাক্ষের জন্য এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অভিনেত্রীর এই ছবি।

About Shariful Islam

Check Also

Which Are The Best Casino Bonuses?

Find Out Now

Casino bonuses are among the most appealing powers of online space togel casino gaming casinos …