টিআরপি নেই ‘সাহেবের চিঠি’র পর আবার কোপ পড়লো জলসার এই জনপ্রিয় ধারাবাহিকের ওপর! শেষ হতে চলেছে আরো এক গল্প

বর্তমানে শুধুমাত্র বাংলা টেলিভিশনে সিরিয়ালের ভবিষ্যত টিআরপি নির্ধারণ করে। যদি সিরিয়ালটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে কিন্তু সেই স্থানে টিআরপি চার্টে ভাল স্থান না পায় তবে সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে আমরা এই ধরনের কাছাকাছি বেশ কয়েকটি সিরিয়াল দেখেছি। এই তালিকায় এমন কিছু সিরিয়াল রয়েছে যেগুলোতে দীর্ঘ যাত্রা ছিল না।

তাদের মধ্যে সম্প্রতি আরও একটি নাম উঠে আসছে। প্রসঙ্গত, স্টার জলসার ‘সাহেব চিঠি’ ধারাবাহিকটি এবার শেষ হতে চলেছে। প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিং রায় অভিনীত সিরিয়ালটি খুব বেশি দিন শুরু হয়নি কিন্তু শেষ পর্যন্ত টিআরপি চার্টে ভালো করতে পারেনি। আর সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’।

এই নতুন সিরিয়ালটির পাশাপাশি স্টার জলসায় রয়েছে ‘বালিঝাড়’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ এবং ‘রামপ্রসাদ’-এর মতো আরও কয়েকটি সিরিয়ালের নাম। তাই বোঝা যাচ্ছে বেশ কিছু পুরনো সিরিয়ালের সময় শেষ হতে চলেছে এবার। তবে এখন পর্যন্ত বোঝা না গেলেও শেষের তালিকায় উঠে আসছে জনপ্রিয় একটি ধারাবাহিকের নাম।

প্রসঙ্গত, স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। রাজ চক্রবর্তীর এই সিরিজটি প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো করতে না পারলেও নোলক এবং অরিন্দমের জুটি দর্শকদের চোখে বেশ জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু এবার টিআরপি কম থাকায় এই সিরিজ বন্ধ করা হচ্ছে।

সিরিয়াল ‘গোধুলি আলাপ’ টিআরপি চার্টে ভালো করেনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার ভালো ফ্যান ফলোয়িং রয়েছে। তার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু ফ্যান পেজ। আর সেই ফ্যান পেজে এখন শুধু ভক্তদের মন খারাপ। কারণ খবর অনুযায়ী, নোলক ও তার আইনজীবী বাবু শিগগিরই এই সিরিজ শেষ করবেন।

About Shariful Islam

Check Also

সোনার ক্ষতি করতে গিয়েই কাল, এবার জেলের ভাত খাবে মিশকা!

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। দীপা সূর্যর ভুলবোঝাবুঝি মিটতে যেন কতটা দীর্ঘ সময় পেরিয়ে …