
জনপ্রিয় ধারাবাহিক স্টার জলসার(Star Jalsha) এক্কাদোক্কা(Ekkadokka) যত দিন যাচ্ছে ততই যেন রোষানলে পড়ছে দর্শকরা এবং নেট নাগরিকরা। কারণ গল্পের গতি এবং গল্পের ভাবনা যেভাবে এগোচ্ছে দর্শকরা মনে করছে এবং দর্শকদের দাবি সেটা মধ্যযুগের গল্প । ধারাবাহিকের মূল চরিত্র সপ্তর্ষি এবং সোনামণি সাহা এই ধারাবাহিকের মৌলিক চরিত্র দর্শকের খুব পছন্দ হয়েছে।
শুধু তাই নয় পোখরাজের (Pokhraj) এবং রাধিকা(Radhika) একে অপরের পাশে থাকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ এই ধারাবাহিকের দর্শকরা । একেবারে পছন্দ না রাধিকার শ্বশুর বাড়ির সদস্যদের। আর এদেরকে নিয়েই যত মাথাব্যথা
যেভাবে রাধিকার ওপর তার শ্বশুরবাড়ির শশুর শাশুড়িসব সময় তার ওপর চাপ সৃষ্টি করছে তাকে এক কথা বলা বাহুল্য যে এটা হচ্ছে বধূ নির্যাতন । আর দেখা যাচ্ছে যে স্টার জলসার এই ধারাবাহিক এক্কাদোক্কা যেন বধূনির্যাতন প্রমোশন করছে ।তাকে মানসিক-শারীরিক সবদিক থেকেই আঘাত করা হচ্ছে । যা দর্শকরা টিভির সামনে দেখার মত ধারাবাহিক মনে করছে না । বিয়ে হয় ঢুকতে না ঢুকতেই পোখরাজ এর মা রাধিকাকে ধাক্কা মেরে ফেলে মাথা ফাটিয়ে দিয়েছে ।
এমনকি বৌভাতের রাত্রে তাকে পরানো হয়েছে কাজের লোকের পুরনো একটি শাড়ি । রাধিকার হাতের তৈরি খাবার নষ্ট করার জন্য তারা খাবারের ভিতরে মিশিয়ে দিয়ে দিয়েছে অতিরিক্ত ঝাল। এছাড়াও রাধিকা মেডিকেল কলেজের স্টুডেন্ট স্বাভাবিকভাবেই তার বাসায় ফিরতে দেরী হয়। এই কলেজ ফিরতে দেরী হওয়া নিয়ে তাকে পোখরাজের মা তার ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে ফেলে । যা একেবারে নিম্নমানের ব্যবহার বলে আখ্যা দিচ্ছেন দর্শকরা
তবে সম্প্রতি দেখা যাবে আগামী পর্বে এক্কাদোক্কারএকবার রাধিকার দুই ননদ তাকে অপমান করার জন্য নতুন অভিযোগ তৈরি করছে। তার নামে বদনাম দিয়েছে । রাধিকাকে তার ননদ বলেছে তোমার কি লজ্জা শরম করে না অন্যের বাথরুম থেকে শ্যাম্পু চুরি করে এনেছো। রাধিকা অস্বীকার করলেও তার ননদ তাকে প্রমাণিত করতে আর চুলের গন্ধ শুঁকে দেখেছেন
আর এইসকল ব্যবহার দেখে মাথা গরম হয়ে গিয়েছে ধারাবাহিক নেট নাগরিকদের । সকলের দাবি সকল ব্যবহার মধ্যযুগের হতো । তবে চোখ তুলে ধরা হয়েছে অনন্ত কোন ভদ্র বাড়িতে ধরনের আচরণ হয় না । এরকম কাউকে অপমান করা যায় না আর সামনেও এসব বর্বরতা করা হবে না ।
https://www.instagram.com/p/CmZV8DLBwT9/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again