Breaking News

এখন আর আগেরমত তৃপ্তি পাই না : কৌশানি

নতুন সিনেমায় যোগ দিয়েছেন কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি। এর নাম ‘সিটি অফ নাইট’। তিনি তার বাস্তব জীবনের প্রেমিক বনি সেনগুপ্তের বিপরীতে রয়েছেন। এর আগে বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা।

এটি নির্মাণ করতে যাচ্ছেন সায়ন বসু চৌধুরী। সম্প্রতি প্রকাশিত হয়েছে এর ফার্স্ট লুক। সেখানে দেখা গেল, হলুদ শার্ট-কালো জিন্স, হাতে পিস্তল। বাস্তব জীবনে বনি এভাবেই নায়িকার রক্ষক। কৌশানি তার চারপাশে তার বাহু জড়িয়ে নিল।

বেশির ভাগ শুটিং হবে রাতে বলে জানা গেছে। সেদিক থেকে বনি ও কৌশানি উভয়ের জন্যই এটি একটি চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘কোন চ্যালেঞ্জ না থাকলে আর অভিনয় করে তৃপ্তি পাই না।

অভিনেত্রী কৌশানি বলেন, ‘শুধু শহর কলকাতা নয়, দেশ-বিদেশের নানা শহরের বুকে রাত নেমে আসার সাক্ষী আমি। বিদেশে বেড়াতে গেলে বের হই অন্ধকারে। এ ছাড়া পূজার সময় কলকাতায় রাত বলে তো কিছুই থাকে না। ’

কৌশানি আরো বলেন, ‘আমরা ছক ভেঙেছি। সেই আগের বনি-কৌশানী জুটি কিন্তু নেই। যারা গাছের ডাল ধরে প্রেম করে। মিষ্টি মিষ্টি গান গায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গল্পনির্ভর সিনেমা, চিত্রনাট্য বেছে নিচ্ছি। ’

বনি 2014 সালে ‘বারবাদ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরের বছর কৌশানি বনির নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়েন তারা। যদিও এখনো বিয়ে হয়নি। তবে তারা একসঙ্গে বসবাস করছেন বলে জানা গেছে।

About Shariful Islam

Check Also

প্রথমবার মেয়ে দেবীর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বিপাশা বসু

বলিউডে যে কয়েকজন বাঙালি অভিনেত্রী গিয়ে নিজেদের নাম পাকা করেছেন তার মধ্যে অন্যতম বিপাশা বসু। …