সুশান্তের জন্মদিনে নতুন প্রতিজ্ঞা দিদি শ্বেতা সিং কীর্তির তিনি বলেন- তোমার সব স্বপ্ন পূরণ করব।

সুশান্ত সিং রাজপুতের জন্মদিন আজ। জীবিত থাকলে আজ অভিনেতার বয়স হতো ৩৬ বছর। ২০২০-র ১৪ জুন সুশান্তের মৃত্যুর খবর সারা দেশকে চমকে দিয়েছিল। ছোটপর্দায় সফলতা অর্জন করার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সুশান্ত রাজপুত। প্রথম ছবি করার মাধ্যমে সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত হয়েছিল তিনি। তার পর যাত্রা থেমে থাকেনি। বহু ছবিতে কাজ করেছেন সুশান্ত। কিন্তু তাঁর যাত্রা থেমে যায় ২০২০-র ১৪ জুন তার হঠাৎ মৃত্যু বরন করার মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় আজ সুশান্তকে স্মরণ করছেন তাঁর পরিবার ও অনুরাগীরা।

সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি অনেক সময় প্রয়াত অভিনেতাকে নিয়ে বিভিন্ন রকমের পোস্ট শেয়ার করেন ইনস্টাগ্রামে। শ্বেতা তাঁর ভাইয়ের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন। ভিডিওয় সুশান্তের নানা মুহূর্তের টুকরো টুকরো ছবি দারা তৈরি করেছেন তিনি। বিভিন্ন ছবিরও অংশ রয়েছে। মৃত্যুর মাস খানেক আগে সুশান্ত জানিয়েছিলেন তাঁর জীবনে ৫০টি স্বপ্ন রয়েছে যেগুলি সে পূরণ করতে চান। সুশান্তের হাতে লেখা সেই ৫০টি স্বপ্নের তালিকাও দেখা যায় ডায়েরিতে।

ভিডিওটি শেয়ার করার মাধ্যমে ক্যাপশনে কীর্তি লিখেছেন,”শুভ জন্মদিন ভাই আমার। তোমার সব স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তোমার ধারা বজায় থাকবে।” ২০২১ এর মে মাসেও একটি পোস্ট কীর্তি একটি পোস্টে লিখেছিলেন, “শারীরিক ভাবে প্রায় এক বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে। কিন্তু ওর স্বপ্নগুলো এখনও রয়েছে।” কীর্তি আরও লিখেছিলেন যে তিনি হিমালয়ে গিয়ে ভাইয়ের খারাপ ও ভালো সব স্মৃতিচারণ করতে চান। আজও সোশ্যালে অভিনেতাকে নানা পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত দেহ। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছিল, আত্মঘাতী হয়েছেন অভিনেতা। কিন্তু সুশান্তের অনুরাগীরা তা মানতে রাজি হননি। তাই ঘটনা নিয়ে চলে বহু সমালোচনা ও তদন্ত। সুশান্তের মৃত্যুর ন্যায়বিচার দাবি করেন তাঁর অনুরাগীরা। যদিও তদন্তকারী সংস্থা জানায় এটি আত্মহত্যাই। তবে এখনও এই নিয়ে আলোচনা হয়, সুশান্তের মৃত্যু কি সত্যিই আত্মহত্যা?

উল্লেখ্য, টেলিভিশনে অঙ্কিতা লোখান্ডের বিপরীতে পবিত্র রিশতায় অভিনয় করে নজর কেড়েছিলেন সুশান্ত। তাঁদের জুটি প্রশংসিত হয়েছিল। এর পরে একটি নাচের রিয়্যালিটি শোয়ে অংশ নেন তিনি। তার কিছুদিনের মধ্যেই বলিউডে কাজ করার সুযোগ পান। প্রথম ছবিতেই মুগ্ধ করেছিলেন দর্শকদের।

About Shariful Islam

Check Also

সালমান খানের কাছে ফিরেছেন ক্যাটরিনা কাইফ, কিছুদিন আগে বিয়ে করেছেন ভিকি কৌশলকে

বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন তারকা অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ কখনও কখনও শীর্ষ প্রবণতা হয়ে …