স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) দেখেননা এরকম মানুষ খুবই কমই আছে। প্রায় সকলেই এই ধারাবাহিক দেখতে পছন্দ করেন। তাই তো টিআরপি তালিকায় সবার শীর্ষে রয়েছে। গত কয়েক সপ্তাহ যাবৎ অনুরাগের ছোঁয়া টিআরপি তে প্রথম স্থান দখল করে রেখেছে। সূর্য-দীপার মিল না হলেও, তারা কিন্তু প্রত্যক্ষ ভাবে হোক বা পরোক্ষ ভাবে হোক কাছাকাছি আছে।
সিরিজের গল্প অনুযায়ী, দীপা-সূর্য সবাই দার্জিলিং বেড়াতে যাচ্ছেন। কিন্তু শতানি মিশকা এই সুযোগ কাজে লাগায়। সে জানতে পারে দীপা ও সূর্য দুজনেই দার্জিলিং যাবে। আর তাই পরিকল্পনা করে মিশকা সূর্যকেও যেতে রাজি করে। এরপর দেখা যায় তাদের সঙ্গে যাচ্ছেন মিশকাও। আর সোনা যেন দীপার কাছে না যায় সেদিকে সে সব সময় নজর রাখছে। মিশকারের এমন আচরণে সোনা বিরক্ত হয়।
তাই এখন সোনা ও রুপা দুজনেই মিশকাকে শাস্তি দেয়। ট্রেনে সোনা বলে সে বাথরুমে যাবে। লাবণ্য সেন তাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মিশকা তাকে বাধা দেয়। মিশকাই সোনাকে নিয়ে বাথরুমে যায়। এরপর মিশকা বাথরুমে ঢুকতেই সোনা রুপাকে বলে, এই পচা আন্টি আমার পিঠ ছাড়ছে না।
সোনা-রুপা তখন মিশকাকে বাথরুমে তালা দেয়। দুজনেই মিশকাকে এভাবেই শাস্তি দেন। দীপা যা করতে পারেননি, সেই কাজটি করেছেন তাদের মেয়ে সোনা-রূপা। এমনকি সোনা-রূপার মধ্যে যে ঝগড়া ছিল শুরুতে তা এখন আর নেই। দুজনকে ট্রেনে খাবার ভাগাভাগি করতে দেখা যায়।
উল্লেখ্য যে সূর্য অর্থাৎ দিব্যা জ্যোতি দত্ত এবং দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ টলিপাড়ায় সত্যিকারের প্রেমে পড়েছেন। সম্প্রতি স্বস্তিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে স্বস্তিকা দিব্যা জ্যোতির কানে কিছু বলছেন। এই ছবি ভাইরাল হয়েছে, এবং পোস্টের ক্যাপশন, ‘আপনাকে কিছু বুঝতে হবে।’ সময়ই এর জবাব দেবে। তবে সিরিয়ালে তাদের জুটি সবার নজর কেড়েছে।